
পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ড বর্তমানে কেরিয়ারের দারুণ ফর্মে রয়েছেন। আর তাঁর এই দুরন্ত ফর্মের পেছনে রহস্য কী? নিজেই খোলসা করেছেন নরওয়ের তারকা। (Pic Courtesy - Twitter)

নিউ ইয়র্কের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন হল GQ। সেই ম্যাগাজিনের কভার পেজে জায়গা পেয়েছেন এ বার ম্যান সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ড। (Pic Courtesy - GQ Sports Twitter)

GQ ম্যাগাজিনের কভার পেজের ফটোশুটের পাশাপাশি তাদের দেওয়া সাক্ষাৎকারে একাধিক তথ্য তুলে ধরেছেন হালান্ড। (Pic Courtesy - GQ Sports Twitter)

সেখানেই তিনি জানান, কোন মন্ত্রে সাফল্য ধরা দিয়েছে। তাঁর মতে, ধ্যানেই লুকিয়ে স্বস্তি। তিনি বলেন, "আমার মতে ধ্যান দারুণ জিনিস। রিল্যাক্স করার জন্য এটি ভীষণ উপকারী। চাপ কারও জন্যই ভালো নয়। আমার চাপ এক্কেবারেই পছন্দ নয়। যে কারণে আমি চাপ অনুভব করি না।" (Pic Courtesy - GQ Sports Twitter)

একই সঙ্গে হালান্ড আরও জানান, ধ্যান করলে এই ধরণের চিন্তাভাবনা ছেড়ে দেওয়ার চেষ্টা করা যায়। তবে সকলের ক্ষেত্রে তা কাজে নাও দিতে পারে। তবে তাঁর ক্ষেত্রে ধ্যান সাহায্য করেছে বলে জানান হালান্ড। (Pic Courtesy - GQ Sports Twitter)

GQ-কে দেওয়া সাক্ষাৎকারে সোনালি চুলের হালান্ডকে দারুণ স্টাইলিস্ট দেখিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে নরওয়ের তারকার এই নয়া লুক। (Pic Courtesy - GQ Sports Twitter)

ফ্যাশান ম্যাগাজিন GQ-কে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড জানান, তাঁর লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। একইসঙ্গে এই তরুণ তুর্কি রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমার উদারহরণ টেনে জানান, ৩৫ বছরেও বেঞ্জেমা চমৎকার। ফলে, তাঁর মনে হয় আরও ১২ বছর পর তিনি এখনকার থেকে আরও উন্নতি করতে পারবেন। (Pic Courtesy - GQ Sports Twitter)

খেতাবের পেছনে দৌঁড়তে নারাজ বছর ২২ এর হালান্ড। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ব্যালন ডি'অর জয় নিয়ে তিনি ভাবেন কিনা। এর উত্তরে তিনি জানান, তাঁর মনে হয়, সকলেই এটা নিয়ে ভাবে। কিন্তু তাঁর মনে হয়, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। তিনি আরও বলেন, "যদি তুমি ও তোমার দল ভালো খেলে, তা হলে ট্রফি জিতবেই।" (Pic Courtesy - GQ Sports Twitter)