Bangla News Photo gallery Erling Haaland scored his 20th goal for Manchester City and Pep Guardiola's team beat Southampton by 4 0 goals in EPL
Premier League: হালান্ডকে থামানো যাচ্ছে না, ছুটছে ম্যাঞ্চেস্টার সিটির বিজয়রথও
এতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে ৪-০ হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের বিজয়রথ অব্যাহত। পাশাপাশি ম্যান সিটির জার্সি গায়ে চাপিয়ে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। সাউদাম্পটনকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে ম্যান সিটি।