UEFA Champions League: হালান্ডের জোড়া গোল, কোপেনহেগেনকে ৫ গোলে হারাল ম্যান সিটি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 07, 2022 | 12:52 PM

ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোপেনহেগেনকে ৫ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে জোড়া গোল আর্লিং হালান্ডের।

1 / 5
ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে কোপেনহেগেনকে (FC Copenhagen) ৫ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে জোড়া গোল আর্লিং হালান্ডের। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে কোপেনহেগেনকে (FC Copenhagen) ৫ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে জোড়া গোল আর্লিং হালান্ডের। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
কোপেনহেগেনের বিরুদ্ধে ম্যাচের ৭ ও ৩২ মিনিটের মাথায় জোড়া গোল ম্যাঞ্চেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডের। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ২২টি ম্যাচে খেলে ইতিমধ্যেই ২৮টি গোল করে ফেলেছেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

কোপেনহেগেনের বিরুদ্ধে ম্যাচের ৭ ও ৩২ মিনিটের মাথায় জোড়া গোল ম্যাঞ্চেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডের। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ২২টি ম্যাচে খেলে ইতিমধ্যেই ২৮টি গোল করে ফেলেছেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
২ গোলে পিছিয়ে থাকা কোপেনহেগেনের চাপ বাড়ান ডেভিড খোচোলাভা (David Khocholava)। ৩৯ মিনিটের মাথায় ডেভিডের আত্মঘাতী গোলে ম্যান সিটি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

২ গোলে পিছিয়ে থাকা কোপেনহেগেনের চাপ বাড়ান ডেভিড খোচোলাভা (David Khocholava)। ৩৯ মিনিটের মাথায় ডেভিডের আত্মঘাতী গোলে ম্যান সিটি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
দ্বিতীয়ার্ধে, ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটির ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

দ্বিতীয়ার্ধে, ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটির ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 5
৭৬ মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের পাস থেকে বিপক্ষের জাল কাঁপান জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। এই ম্যাচে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-জি-তে জয়ের হ্যাটট্রিক হয়ে গেল হালান্ডদের। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৭৬ মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের পাস থেকে বিপক্ষের জাল কাঁপান জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। এই ম্যাচে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-জি-তে জয়ের হ্যাটট্রিক হয়ে গেল হালান্ডদের। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

Next Photo Gallery