
এবারের ইউরোয় (Euro Cup) সবথেকে বেশি গোল করেছেন পর্তুগালের (Portugal) অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৫ গোলের পাশাপাশি সিআর সেভেন ১টি অ্যাসিস্টও করেছেন।

এবারের ইউরোয় সবথেকে বেশি গোল করেছে দুটি দল। ১. চ্যাম্পিয়ন ইতালি (১৩টি), ২. স্পেন (১৩টি).

প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট ইতালির গোলকিপার জিয়ানলুইগি দোনারুম্মা (Gianluigi Donnarumma)।

ইউরোর সেরা গোলকিপার ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড (Jordan Pickford)। গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড গেছে পিকফোর্ডের ঝুলিতে।

সবথেকে বেশি পাস খেলেছে স্পেন (Spain)। তাদের পাসিং অ্যাকিউরেসি ৮৯.৩%। ৫২৩৯ পাস করার চেষ্টা করেছে স্পেনের ফুটবলাররা। তার মধ্যে ৪৬৮৮ পাস সম্পূর্ণ করতে পেরেছে।