Mahashivratri 2024: বছর বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই বিখ্যাত ‘জীবন্ত’ শিবলিঙ্গ! পূরণ হয় মনোবাঞ্ছাও

Matangeshwar Temple: মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি। শিব ও পার্বতীর বিবাহ উপলক্ষে শহরে শোভাযাত্রাও বের করা হবে। মাতঙ্গেশ্বর মন্দিরেই বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হয়। শুধু তাই নয় এই জনপ্রিয় ও ঐতিহাসিক বিখ্যাত মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনি।

Mar 08, 2024 | 2:44 PM

1 / 8
মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে বিশাল মন্দিরের ভিতরে একটি বিশাল শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে ৬ ফুট উঁচু জলহরির উপরে একটি ৯ ফুট উঁচু শিবলিঙ্গ রয়েছে।

মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে বিশাল মন্দিরের ভিতরে একটি বিশাল শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে ৬ ফুট উঁচু জলহরির উপরে একটি ৯ ফুট উঁচু শিবলিঙ্গ রয়েছে।

2 / 8
ইতিহাস ঘাঁটলে বোঝা যায়, মন্দিরটি এক হাজার বছর আগে নবম শতাব্দীতে চান্দেলা রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। শিবলিঙ্গ অভিষেক করতে ভক্তদের ৬ ফুট উঁচু জলহরিতে উঠতে হয়। এরপরেই শিবলিঙ্গের জলাভিষেক হয়। মহাশিবরাত্রি উৎসব, মকর সংক্রান্তি ও অমাবস্যায় হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন।

ইতিহাস ঘাঁটলে বোঝা যায়, মন্দিরটি এক হাজার বছর আগে নবম শতাব্দীতে চান্দেলা রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। শিবলিঙ্গ অভিষেক করতে ভক্তদের ৬ ফুট উঁচু জলহরিতে উঠতে হয়। এরপরেই শিবলিঙ্গের জলাভিষেক হয়। মহাশিবরাত্রি উৎসব, মকর সংক্রান্তি ও অমাবস্যায় হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন।

3 / 8
মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি। শিব ও পার্বতীর বিবাহ উপলক্ষে শহরে শোভাযাত্রাও বের করা হবে। মাতঙ্গেশ্বর মন্দিরেই বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হয়। শুধু তাই নয় এই জনপ্রিয় ও ঐতিহাসিক বিখ্যাত মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনি।

মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি। শিব ও পার্বতীর বিবাহ উপলক্ষে শহরে শোভাযাত্রাও বের করা হবে। মাতঙ্গেশ্বর মন্দিরেই বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হয়। শুধু তাই নয় এই জনপ্রিয় ও ঐতিহাসিক বিখ্যাত মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনি।

4 / 8
পৌরাণিক কাহিনি অনুসারে, গোটা মন্দিরটি একটি বিশেষ রত্নপাথরের উপর নির্মিত হয়েছে। আর এটাই নাকি অলৌকিক ঘটনার পিছনে কারণ। এই রত্নটি স্বয়ং শিব সম্রাট যুধিষ্ঠিরকে দিয়েছিলেন। প্রতিটি ইচ্ছা পূরণ করেন মহাদেব। পরবর্তীকালে যুধিষ্ঠির এই বিশেষ রত্ন মাতঙ্গ ঋষিকে দান করেন।

পৌরাণিক কাহিনি অনুসারে, গোটা মন্দিরটি একটি বিশেষ রত্নপাথরের উপর নির্মিত হয়েছে। আর এটাই নাকি অলৌকিক ঘটনার পিছনে কারণ। এই রত্নটি স্বয়ং শিব সম্রাট যুধিষ্ঠিরকে দিয়েছিলেন। প্রতিটি ইচ্ছা পূরণ করেন মহাদেব। পরবর্তীকালে যুধিষ্ঠির এই বিশেষ রত্ন মাতঙ্গ ঋষিকে দান করেন।

5 / 8
এই রত্ন ঋষি মাতঙ্গ থেকে বুন্দেলখণ্ডের চণ্ডাল রাজা হর্ষবর্মনের কাছে এসেছিলেন। যিনি জনকল্যাণের জন্য এই রত্নটিকে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। একই স্থানে মাতঙ্গেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন।

এই রত্ন ঋষি মাতঙ্গ থেকে বুন্দেলখণ্ডের চণ্ডাল রাজা হর্ষবর্মনের কাছে এসেছিলেন। যিনি জনকল্যাণের জন্য এই রত্নটিকে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। একই স্থানে মাতঙ্গেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন।

6 / 8
সকলের মনোবাঞ্ছা পূরণকারী এই রত্নটির কারণে এখানে আসা প্রতিটি মানুষের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। মাতঙ্গ ঋষির নামানুসারে এই মন্দিরের নাম হয় মাতঙ্গেশ্বর।

সকলের মনোবাঞ্ছা পূরণকারী এই রত্নটির কারণে এখানে আসা প্রতিটি মানুষের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। মাতঙ্গ ঋষির নামানুসারে এই মন্দিরের নাম হয় মাতঙ্গেশ্বর।

7 / 8
প্রতি বছর এই শিবলিঙ্গের আকৃতি এক থেকে দুই ইঞ্চি করে বাড়তে শুরু করে। আর তাই ছোট শিবলিঙ্গ থেকে এখন বিরাট বড় শিবলিঙ্গে পরিণত হয়েছে। এই অলৌকিক ঘটনা দেখে ভিড় করতে শুরু করে।

প্রতি বছর এই শিবলিঙ্গের আকৃতি এক থেকে দুই ইঞ্চি করে বাড়তে শুরু করে। আর তাই ছোট শিবলিঙ্গ থেকে এখন বিরাট বড় শিবলিঙ্গে পরিণত হয়েছে। এই অলৌকিক ঘটনা দেখে ভিড় করতে শুরু করে।

8 / 8
তারপর থেকে আজ পর্যন্ত শিবলিঙ্গের আকার বেড়েই চলেছে। সারা বছরই এখানে ভক্তরা ভোলেনাথের অভিষেক করে পুজো করতে থাকেন।

তারপর থেকে আজ পর্যন্ত শিবলিঙ্গের আকার বেড়েই চলেছে। সারা বছরই এখানে ভক্তরা ভোলেনাথের অভিষেক করে পুজো করতে থাকেন।