দেখুন ছবিতে; বিয়ের আগে ও পরে শিল্পাকে কী কী মূল্যবান উপহার দিয়েছিলেন রাজ
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 21, 2021 | 5:25 PM
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারে তোলপাড় বলিউড। পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি ও অ্যাপে প্রদর্শনের মূল ষড়যন্ত্রী থাকার অভিযোগে সোমবার রাতে রাজকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। শিল্পাকে বিভিন্ন সেসময়ে বহুমূল্যবান উপহার দিতেন রাজ। কথা উঠছে সেই সব নিয়েও। কী কী আছে সেই উপহারের তালিকায় দেখুন ছবিতে।
1 / 7
পর্ণ ব্যবসায় আয় বেশি। খুব সহজেই পৌঁছনো যায় উন্নতির শিখরে। সে কারণেই কি দরিদ্রতাকে ঘৃণা করা রাজ বেছে নিয়েছিলেন এই শর্টকার্ট?
2 / 7
বুর্জ খালিফায় ফ্ল্যাট—২০১২ সালে তাঁদের তিন বছরের বিবাহবাষির্কীতে বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খালিফার ১৯ তলায় একটি অ্যাপার্টমেন্ট শিল্পাকে উপহার দিয়েছিলেন রাজষ। দাম ৫০ কোটি টাকা। পরে জানা যায়, শিল্পা নাকি আরও বেশি টাকায় সেই অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন।
3 / 7
ভিলার নাম 'কিনারা'—শিল্পার একটি সি ফেসিং বাড়ির স্বপ্ন ছিল। কিছু বছর আগে, তাঁর সেই স্বপ্নপূরণ করেন স্বামী রাজ কুন্দ্রা। মুম্বইয়ে তাঁকে কিনে দেন একটি বহুমূল্যের ভিলা। দাম শুনলে চোখ কপালে উঠবে - ১০০ কোটি টাকা। ভিলার নাম 'কিনারা'।
4 / 7
ইংরেজদের দেশে 'রাজ মহল'—তখনও প্রথম পক্ষের স্ত্রী কবিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি। ইউকে-এর সেন্ট জর্জেস হিল এস্টেটে সাত কামড়ার একটি ভিলা শিল্পাকে উপহার দিয়েছিলেন রাজ। ভিলার নাম 'রাজ মহল'।
5 / 7
ভারসাসে ব্যাগ—২০০৯ সালে বিয়ের আগে বহুমূল্যবান ও দুর্মূল্য একটি ভারসাসে ব্যাগ রাজ দিয়েছিলেন শিল্পাকে।
6 / 7
হিরের আংটি—বাগদানে শিল্পাকে ৩ কোটি টাকার একটি হিরের আংটি উপহার দিয়েছিলেন রাজ।
7 / 7
ল্যাম্বরগিনি—তাঁদের রয়েছে একাধিক বহুমূল্যবান গাড়ি। সেগুলির একটি নীল রঙের ল্যাম্বরগিনি। শিল্পাকে দিয়েছিলেন রাজ। তার আগে একটি বিএমডাব্লিউ দিয়েছিলেন।