প্রেমপর্ব যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই রণবীর কাপুর ও আলিয়া জানিয়ে ছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই। কোনও গুজবেরও প্রয়োজন নেই, তাঁরা যখন বিয়ে করবেন, তখন নিজেরাই সকলকে জানিয়ে করবেন।
এমনই যদি কথা দিয়ে থাকেন বলিউড জুটি, তবে কেন বিয়ের সব প্রস্তুতির খবর প্রকাশ্যে আসার পরও চুপ করে রয়েছেন এই সেলেব জুটি! নেট দুনিয়ায় উত্তর একটাই, বোধহয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মত তাঁরাও চান যে বিয়ে হোক সম্পূর্ণ গোপনে।
কিন্তু বি-টাউন থেকে উঠে আসা খবরে এবার অন্য ইঙ্গিত। মন খারাপ করা নয়, ভক্তদের জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া রণবীর। বলিউড লাইফে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টা স্পষ্ট হয়।
পরিবার সূত্রে খবর, বর্তমানে পারিবারিক পণ্ডিত বিয়ের দিনক্ষণ দেখছেন, দুজনের কুষ্টি মিলিয়ে শুভ সময় সামনে আসলেই তাদের পক্ষ থেকে বিয়ের খবর জানানো হবে। এমনটাই খবর।
১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে সব থেকে ভাল সময়টা বেছে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন সেলেবরা। আর তার আগেই সুখবর জানাবেন সকলকেই। তাই না জানিয়ে বিয়ের আসরে বসা নয়।
এই খবর সামনে আসতেই সেলেব জুটির ভক্তরা বেজায় খুশি, এখন ফলে তাঁদের বিজ্ঞপ্তির অপেক্ষা মাত্র, বিয়ের সানাই বাজছে, কাপুর ও ভাট পরিবারে এখন শেষ সময়ের প্রস্তুতি তুঙ্গে।