Bangla News Photo gallery Family wait for astrologer to conformation perfect time of wedding then official announcement given
Wedding Astrology: শুভ সময়ের খোঁজে পারিবারিক পণ্ডিত, সময় পাকা হলেই এই দিনে সুসংবাদ দেবেন আলিয়া-রণবীর
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 11, 2022 | 1:29 PM
Viral News: পরিবার সূত্রে খবর, বর্তমানে পারিবারিক পণ্ডিত বিয়ের দিনক্ষণ দেখছেন, দুজনের কুষ্টি মিলিয়ে শুভ সময় সামনে আসলেই তাদের পক্ষ থেকে বিয়ের খবর জানানো হবে।
1 / 6
প্রেমপর্ব যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই রণবীর কাপুর ও আলিয়া জানিয়ে ছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই। কোনও গুজবেরও প্রয়োজন নেই, তাঁরা যখন বিয়ে করবেন, তখন নিজেরাই সকলকে জানিয়ে করবেন।
2 / 6
এমনই যদি কথা দিয়ে থাকেন বলিউড জুটি, তবে কেন বিয়ের সব প্রস্তুতির খবর প্রকাশ্যে আসার পরও চুপ করে রয়েছেন এই সেলেব জুটি! নেট দুনিয়ায় উত্তর একটাই, বোধহয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মত তাঁরাও চান যে বিয়ে হোক সম্পূর্ণ গোপনে।
3 / 6
কিন্তু বি-টাউন থেকে উঠে আসা খবরে এবার অন্য ইঙ্গিত। মন খারাপ করা নয়, ভক্তদের জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া রণবীর। বলিউড লাইফে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টা স্পষ্ট হয়।
4 / 6
পরিবার সূত্রে খবর, বর্তমানে পারিবারিক পণ্ডিত বিয়ের দিনক্ষণ দেখছেন, দুজনের কুষ্টি মিলিয়ে শুভ সময় সামনে আসলেই তাদের পক্ষ থেকে বিয়ের খবর জানানো হবে। এমনটাই খবর।
5 / 6
১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে সব থেকে ভাল সময়টা বেছে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন সেলেবরা। আর তার আগেই সুখবর জানাবেন সকলকেই। তাই না জানিয়ে বিয়ের আসরে বসা নয়।
6 / 6
এই খবর সামনে আসতেই সেলেব জুটির ভক্তরা বেজায় খুশি, এখন ফলে তাঁদের বিজ্ঞপ্তির অপেক্ষা মাত্র, বিয়ের সানাই বাজছে, কাপুর ও ভাট পরিবারে এখন শেষ সময়ের প্রস্তুতি তুঙ্গে।