TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 08, 2022 | 6:21 PM
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর 'লাল সিং চাড্ডা' মুখ থুবড়ে পড়েছে। বিরাট বড় ধাক্কা খেয়েছে বক্স অফিসে।
সারা বিশ্বে রিলিজ় করেছিল ছবি। মাত্র ৬০ কোটি টাকা ব্যবসা করেছে। হলিউডের বিখ্যাত 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক এই ছবি। মুখ্য চরিত্রে ছিলেন আমির খান।
আমির খানই ছিলেন ছবির অন্যতম প্রযোজক। ছবির অন্যান্য প্রযোজকরা ব্যর্থতার জন্য দায়ী করেছিলেন আমিরকেই। কেন না তিনি ছিলেন প্রচারের দায়িত্বে। এবং অন্যান্যদের মনে হয়েছে আমির যথেষ্ট ভাল ভাবে কাজটা করতে পারেননি।
এদিকে মনে করা হচ্ছে 'লাল সিং চাড্ডা'র ব্য়র্থতার জন্য বয়কট বলিউডও দায়ী। কিন্তু ওটিটিতে মুক্তির পর খেলা অনেকটাই ঘুরে গিয়েছে।
সদ্য ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তি পেয়েছে 'লাল সিং চাড্ডা'। দর্শকের সেখানেই সেই ছবি দেখে ভাল লেগেছে। অনেকেই মনে করছেন হেট কমেন্টের কারণেই ছবি সিনেমা হলে চলেনি।
অন্যদিকে আমির খান বলেছেন অন্য কথা। তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ছবি রিলিজ়ের ৫০ দিন পর সেটি ওটিটিতে মুক্তি পাবে। অভিনেতার মনে হয়েছে, সেটা জানতে পেরেই মানুষ আর হলমুখী হননি। সকলে ওটিটির জন্যই নাকি অপেক্ষা করছিলেন।