Fashion Tips: পাহাড় কোলে ফ্যাশন স্টেটমেন্ট, মনামীর পরামর্শে এবার শীতশহরেও গ্ল্যাম-লুক
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 14, 2022 | 6:47 PM
Celeb Fashion: পাহাড় কোলে হানিমুন বা শীতের দেশে মনের মানুষের সঙ্গে পাড়ি,ভাবছেন, ফ্যাশন কেমন হতে পারে! ভুলেও চাদর জড়িয়ে থাকা নয়, এবার মনামীর লুকে তাক লাগান পারফেক্ট ফ্রেমে।
1 / 7
পাহাড় কোলে হানিমুন বা শীতের দেশে মনের মানুষের সঙ্গে পাড়ি দিতে গিয়ে ভাবছেন, ফ্যাশন কেমন হতে পারে! শীতের মাঝে ফ্যাশন ভুলে চাদর জড়িয়ে থাকা নয়, এবার মনামীর লুকে তাক লাগান পারফেক্ট ফ্রেমে।
2 / 7
শীতের ফ্যাশন মানেই যে বস্তাপচা পোশাক নির্বাচন নয়, কোথাও গিয়ে পারফেক্ট ফ্রেমে নিজেকে ধরতে ইচ্ছে সকলেই করে।
3 / 7
তাই এবার মনামীর সোশ্যাল পেজে চোখ রেখে সিলেক্ট করে নিন নিজের পছন্দের পোশাক। ঠিক কোন লুকে নিজেকে সাজিয়ে তুলবেন ভ্যাকেশন ট্রিপে।
4 / 7
বরাবরই মনামী ফ্যাশন সম্পর্কে সচেতন। তাই জিন্স-টপ বা জ্যাকেট হোক, ওয়ানপিস বা ট্র্যাক হোক, তাতেই যেন সেরার সেরা লুক।
5 / 7
পাহাড়ের জন্য স্কার্ফ, টুপি বা গ্লাফস-এর কালেশকন রাখা যেতে পারে। সঙ্গে অবশ্যই ভালো কিছু ট্র্যাক প্যান্ট।
6 / 7
ক্রপটপেও বোল্ড লুকে চোখ ধাঁধাঁনো যেতে পারে। কারণ দিনের বেলায় খুব একটা ভারী পোশাকের প্রয়োজন হয় না জায়গা বিশেষে।
7 / 7
এমন কি সাধারণ লুকে কেবল পারফেক্ট টোনেও পাহাড়ের সুন্দরী হয়ে নিজেকে সাজিয়ে তুলতে পারেন।