TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 02, 2023 | 12:39 PM
অনেকেই নিউ ইয়ার রেজ়োলিউশন রাখেন নিজেকে ভালো রাখবেন। আর নিজেকে আরও সুন্দর করে তোলাও কিন্তু একপ্রকার ভালো থাকা সেই সঙ্গেই নিজেকে ভালো রাখাও। তাই বছর শুরুতেই জেনে নিন কোন পোশাকে নিজেকে আরও সুন্দর করে তুলবেন।
স্যুট কিন্তু সবসময়ই একটা স্মার্ট লুক এনে দেয়। অফিস থেকে পার্টি, যদি স্যুটের সঙ্গে নিজেকে ঠিকঠাক ক্যারি করতে পারেন তাহলে আর কিছু লাগবে বলে মনে হয় না। শুধু ফর্মাল স্যুটই নয়, এখন চাইলেই আপনি অনেক ক্যাসুয়াল স্যুট মার্কেটে পেতে পারেন। ডেনিমের সঙ্গে ট্রাই করতে পারেন এই ধরনের একটি ক্যাসুয়াল স্যুট।
ডেনিম সারাবছরই ফ্যাশনে ইন। হালকা ঢিলেঢালা একটা ডেনিমের সঙ্গে একটা সুন্দর টি-শার্ট কিংবা ক্রপ টপ সবসময়ই একটা কুল লুক দেবে। ডেনিমের সঙ্গে এথনিক কুর্তিও ট্রাই করতেই পারেন। যে কোনও ঘরোয়া অনুষ্ঠানে এই লুকে বেশ সুন্দর দেখাবে আপনাকে।
এই বছর মিনি স্কার্ট ছেড়ে একটু লং স্কার্ট ট্রাই করতে পারেন। হাঁটু থেকে কয়েক ইঞ্চি বেশি স্কার্টের সঙ্গে ইন করে ক্যাসুয়াল টপ বা টি-শার্ট আর হাতে একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ। একটা স্মার্ট লুক দিতে বাধ্য আপনাকে।
শের এই বছরের নিউ ট্রেন্ড হতে পারে। এই ট্রান্সপারেন্টে শের মেয়েদের একটা বোল্ড লুক দেয়। পার্টিতে একটা স্টাইলিস্ট শেরের সঙ্গে খোলামেলা লুক তৈরি করে নিন।
আজকাল জমকালো প্রিন্টের জামা নারী-পুরুষ উভয়ই বেশ পছন্দ করে থাকেন। 'বিচ পার্টি' থেকে শুরু করে যে কোনও সাধারণ গেট টুগেদার জমকালো লেপার্ড প্রিন্ট, জেবরা বা কার্টুন প্রিন্টের জামাকাপড় পরতেই পারেন।
লেগিন্স কিন্তু আপনার ওয়াড্রবে থাকাটা মাস্ট। ডেনিমে অনীহা থাকলে কুর্তির নীচে লেগিন্স গলিয়ে ইন্সট্যান্ট একটা লুক তৈরি করে ফেলুন। সঙ্গে একটা ঝোলা দুল, ব্যাস তৈরি আপনার এথনিক লুক।