
এফসি গোয়ার শেষ মুহূর্তের গোলে হার ইস্টবেঙ্গলের। বুধবার যুবভারতীতে ২-১ গোলে হারল লাল হলুদ। (ছবি: রাহুল সাধুখাঁ)

ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ঘিরে সমর্থকদের উৎসাহের অভাব ছিল না লাল-হলুদ সমর্থকদের। কিন্তু তাঁদের হতাশার মুহূর্ত ম্যাচের শুরুতেই। যা বজায় থাকল ম্যাচ শেষেও। (ছবি: রাহুল সাধুখাঁ)

ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটের মধ্যেই লাল-হলুদ ডিফেন্সের ভুলের সুযোগ নেয় এফসি গোয়া। এফসি গোয়াকে এগিয়ে দেন মোহনবাগানের প্রাক্তনী ব্র্যান্ডন ফার্নান্ডেজ। (ছবি: রাহুল সাধুখাঁ)

ইস্টবেঙ্গল সমতা ফেরায় ৬৪ মিনিটে। ক্লেটন সিলভার পেনাল্টি গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ছবি:(রাহুল সাধুখাঁ)

অ্যাডেড টাইমে এডু বেদিয়ার গোলে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এফসি গোয়া। (ছবি:রাহুল সাধুখাঁ)