Navratri Fashion: আজকের জন্য কমলা রঙের শাড়ি বেছে নিয়েছেন? দেখে নিন কীভাবে স্টাইল করেছেন আপনার প্রিয় তারকারা

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 10, 2021 | 1:47 PM

নবরাত্রির দিনভিত্তিক উদযাপন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের জন্য শুভ হল কমলা রঙ, যা শান্তি, উজ্জ্বলতা এবং জ্ঞানের প্রতীক। তাই দেখে নিন এই রঙের শাড়ি কীভাবে পরবেন!

1 / 6
আলিয়া ভাটের মত কমলা লালের সংমিশ্রণে ফ্লোরাল প্রিন্টের শাড়ি বেছে নিতে পারেন।

আলিয়া ভাটের মত কমলা লালের সংমিশ্রণে ফ্লোরাল প্রিন্টের শাড়ি বেছে নিতে পারেন।

2 / 6
শিল্পা সেট্টির মত কমলা রঙের সিল্কের শাড়ি পড়ুন, কোমরে বেল্ট দিয়ে।

শিল্পা সেট্টির মত কমলা রঙের সিল্কের শাড়ি পড়ুন, কোমরে বেল্ট দিয়ে।

3 / 6
কঙ্গনার মত বেছে নিতে পারেন কাঞ্জিবরম শাড়ি। তার সঙ্গে অলংকার তো রয়েছে, আর রয়েছে মাথায় ফুল

কঙ্গনার মত বেছে নিতে পারেন কাঞ্জিবরম শাড়ি। তার সঙ্গে অলংকার তো রয়েছে, আর রয়েছে মাথায় ফুল

4 / 6
ওয়েস্টার্ন‌ লুকেও কমলা রঙের শাড়ি পড়তে পারেন ভূমি পেডনেকারের মত।

ওয়েস্টার্ন‌ লুকেও কমলা রঙের শাড়ি পড়তে পারেন ভূমি পেডনেকারের মত।

5 / 6
হলুদ, কমলা আর গোলাপির সংমিশ্রণের শাড়ি বেছে নিতে অনুপ্রেরণা নিন সারার থেকে। তার সঙ্গে ম্যাচিং বোটুয়া ব্যাগ ও হাতে চুরিই নজর কাড়ার জন্য যথেষ্ট।

হলুদ, কমলা আর গোলাপির সংমিশ্রণের শাড়ি বেছে নিতে অনুপ্রেরণা নিন সারার থেকে। তার সঙ্গে ম্যাচিং বোটুয়া ব্যাগ ও হাতে চুরিই নজর কাড়ার জন্য যথেষ্ট।

6 / 6
শিফনের শাড়ি পড়বেন ভাবছেন? অনুপ্রেরণা নিন করিনার থেকে। করিনা পরেছেন কমলা শিফনের শাড়ি তার পারে রয়েছে হলুদ ও নীলের কাজ। আর ব্লাউজ পরেছে হলুদ রঙের বোটনেক।

শিফনের শাড়ি পড়বেন ভাবছেন? অনুপ্রেরণা নিন করিনার থেকে। করিনা পরেছেন কমলা শিফনের শাড়ি তার পারে রয়েছে হলুদ ও নীলের কাজ। আর ব্লাউজ পরেছে হলুদ রঙের বোটনেক।

Next Photo Gallery