Navratri Fashion: নবরাত্রি হোক বা দুর্গা ষষ্ঠী, আজ সেজে উঠুন সাদার সাজে!

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 11, 2021 | 2:18 PM

আজ দুর্গা ষষ্ঠী। নবরাত্রির ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনে ভক্তরা দেবী কাত্যায়নির কাছে প্রার্থনা করেন। আর এই দিনের জন্য শুভ সাদা রঙ যা শান্তি এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। আজকের এই শুভ দিনে কীভাবে উৎসবে রঙে মেতে উঠবেন? দেখে নিন আপনার প্রিয় বলিউড তারকাদের সাজ...

1 / 6
নিত্যদিনের শাড়িতে ইউনিক লুক দিতে চান? স্টাইল করুন শিল্পা সেট্টির মত। সাদা শিফনের শাড়ির সঙ্গে বেছে নিন ফ্লোরাল ব্লাউন হাতা ব্লাউজ।

নিত্যদিনের শাড়িতে ইউনিক লুক দিতে চান? স্টাইল করুন শিল্পা সেট্টির মত। সাদা শিফনের শাড়ির সঙ্গে বেছে নিন ফ্লোরাল ব্লাউন হাতা ব্লাউজ।

2 / 6
সাদা শাড়ির সঙ্গে লেস দেওয়া ব্লাউজ আপনার নজর কাড়তে বাধ্য। এর অনুপ্রেরণা পাবেন আপনি জ্যাকলিনের কাছ থেকে। এর সঙ্গে জ্যাকলিন পরেছেন সবুজ ডায়মন্ডের সেট।

সাদা শাড়ির সঙ্গে লেস দেওয়া ব্লাউজ আপনার নজর কাড়তে বাধ্য। এর অনুপ্রেরণা পাবেন আপনি জ্যাকলিনের কাছ থেকে। এর সঙ্গে জ্যাকলিন পরেছেন সবুজ ডায়মন্ডের সেট।

3 / 6
সাদার সাজে তাক লাগিয়ে দিতে দিয়ার এই লুকই যথেষ্ট। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজেই ধরা পড়ছে এলিগেন্ট লুক। তার সঙ্গে মাথায় টিকলি।

সাদার সাজে তাক লাগিয়ে দিতে দিয়ার এই লুকই যথেষ্ট। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজেই ধরা পড়ছে এলিগেন্ট লুক। তার সঙ্গে মাথায় টিকলি।

4 / 6
নবরাত্রিতে আনারকলি পরবেন না তা কখনও হয়! আলিয়ার মত বেছে নিতে পারেন সাদা ও গোল্ডেনের কাজ করা আনারকলি।

নবরাত্রিতে আনারকলি পরবেন না তা কখনও হয়! আলিয়ার মত বেছে নিতে পারেন সাদা ও গোল্ডেনের কাজ করা আনারকলি।

5 / 6
একদম অন্য লুক চাইছেন? তাহলে স্টাইল করুন সারার মত। শর্ট‌ কুর্তার সঙ্গে পালাজো কাটিং স্ট্রেট প্যান্ট এবং সঙ্গে ম্যাচিং ওড়নাতেই বাজিমাত হবে আপনার লুক।

একদম অন্য লুক চাইছেন? তাহলে স্টাইল করুন সারার মত। শর্ট‌ কুর্তার সঙ্গে পালাজো কাটিং স্ট্রেট প্যান্ট এবং সঙ্গে ম্যাচিং ওড়নাতেই বাজিমাত হবে আপনার লুক।

6 / 6
নবরাত্রি হোক বা মহাষষ্ঠী, সব্যসাচীর ডিজাইন করা শাড়ি কখনই ধোঁকা দেবে না। এখানে সোনাম কাপুর পরেছে সাদার ওপর ফ্লোরাল কাজ করা শাড়ি, যার পারে রয়েছে গোল্ডেনের এমব্রয়ডারি আর ব্লাউজের সঙ্গে রয়েছে ম্যাচিং জ্যাকেট।

নবরাত্রি হোক বা মহাষষ্ঠী, সব্যসাচীর ডিজাইন করা শাড়ি কখনই ধোঁকা দেবে না। এখানে সোনাম কাপুর পরেছে সাদার ওপর ফ্লোরাল কাজ করা শাড়ি, যার পারে রয়েছে গোল্ডেনের এমব্রয়ডারি আর ব্লাউজের সঙ্গে রয়েছে ম্যাচিং জ্যাকেট।

Next Photo Gallery