অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, ছোট পর্দায় একাধিক দাপটে চরিত্র করে সকলের নজর কেড়েছেন তিনি। তবে সম্প্রতি যমুনা ঢাকি বন্ধ হওয়ায় কিছুটা বিরতীতে গিয়েছিলেন তিনি। কারণটা এখন সকলেরই জানা।
বড়পর্দার কাজ। তবে সেই কাজ সেরে কি আবারও ছোট পর্দায় ফিরবেন সকলের প্রিয় যমুনা! ভক্তমনে প্রশ্ন ছিল তুঙ্গে। তবে খুব বেশি দেরি না করেই সুখবর শোনালেন শ্বেতা ভট্টাচার্য।
প্রকাশ্যে এল তাঁর নতুন ধারাবাহিক সোহাগ জল-এর প্রোমো। তাতেই বেজায় খুশি ছিলেন ভক্তরা। এবার অপেক্ষার ইতি হওয়ার পালা। রাত পোহালেই শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক।
এখানে শ্বেতার নাম জুঁই। বিপরীতে থাকছেন হানি বাফনা। তবে এবার আর দাপুটে যমুনার অস্তিত্বের লড়াই নয়, এবার জুঁই লুকে সে ময়দান ছেড়ে সরে দাঁড়াতেই বেশি পছন্দ করেন। স্বামীর ঘরে সকলেই তাকে ভীষণ পছন্দ করে। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক! সেটা প্রশ্নের মুখে।
তাই সবটা ছেড়ে বেরিয়ে যেতে চান এবার জুঁই। দূরে গিয়েই কাছে ফিরে আসার গল্প বলবে এবার এই ধারাবাহিক। সোহাগ জল ধারাবাহিকে শ্বেতা সম্পূর্ণ অন্য লুকে অন্য ধাঁচে। সোম থেকে শনিবার রাত ৯টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।