Gianni Infantino: পেলের কফিনের সামনে পটাপট সেলফি, ফিফা প্রেসিডেন্টের কীর্তিতে হতবাক বিশ্ব
আর পাঁচটা সাধারণ অনুরাগী নন তিনি। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি। অথচ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে গিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কাণ্ড কারখানা দেখে তা বোঝা মুশকিল। কখনও নিজেই মোবাইল উঁচিয়ে পটাপট সেলফি তুললেন, আবার সেলফির আবদারে হাসিমুখে পোজ দিলেন। সামনে তখনও ঢাকনা খোলা পেলের কফিন!