Gianni Infantino: পেলের কফিনের সামনে পটাপট সেলফি, ফিফা প্রেসিডেন্টের কীর্তিতে হতবাক বিশ্ব

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 03, 2023 | 5:13 PM

আর পাঁচটা সাধারণ অনুরাগী নন তিনি। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি। অথচ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে গিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কাণ্ড কারখানা দেখে তা বোঝা মুশকিল। কখনও নিজেই মোবাইল উঁচিয়ে পটাপট সেলফি তুললেন, আবার সেলফির আবদারে হাসিমুখে পোজ দিলেন। সামনে তখনও ঢাকনা খোলা পেলের কফিন!

1 / 7
চারিদিকে সাদা ফুলের তোড়ার মাঝে শোয়ানো ফুটবল সম্রাট পেলের দেহ। থমথমে শোকের পরিবেশ। উপস্থিত লোকজনের গায়ে কালো পোশাক। অনুরাগীদের বিলাপ, পরিজনরা থেকে থেকে চোখ মুছছেন। এমন পরিবেশে একজন সাধারণ মানুষেরও মোবাইলে বের করে সেলফি তুলতে রুচিতে বাঁধবে। বাঁধল না ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। (ছবি:টুইটার)

চারিদিকে সাদা ফুলের তোড়ার মাঝে শোয়ানো ফুটবল সম্রাট পেলের দেহ। থমথমে শোকের পরিবেশ। উপস্থিত লোকজনের গায়ে কালো পোশাক। অনুরাগীদের বিলাপ, পরিজনরা থেকে থেকে চোখ মুছছেন। এমন পরিবেশে একজন সাধারণ মানুষেরও মোবাইলে বের করে সেলফি তুলতে রুচিতে বাঁধবে। বাঁধল না ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। (ছবি:টুইটার)

2 / 7
২৪ ঘণ্টার জন্য স্যান্টোসের স্টেডিয়াম ভিলা বেলমিরোয় শায়িত রাখা হয় পেলের দেহ। খুলে দেওয়া হয় কফিনের ঢাকনা। ফুল দিয়ে পেলের মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর পর ঢাকনা খোলা কফিনের পাশেই মোবাইলে সেলফি তুলতে শুরু করেন ফিফা প্রধান।  (ছবি:টুইটার)

২৪ ঘণ্টার জন্য স্যান্টোসের স্টেডিয়াম ভিলা বেলমিরোয় শায়িত রাখা হয় পেলের দেহ। খুলে দেওয়া হয় কফিনের ঢাকনা। ফুল দিয়ে পেলের মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর পর ঢাকনা খোলা কফিনের পাশেই মোবাইলে সেলফি তুলতে শুরু করেন ফিফা প্রধান। (ছবি:টুইটার)

3 / 7
ইনফান্তিনোর সেলফিতে আর একটু হলেই ধরা পড়তেন পেলের বোন। মোবাইল তাক করা দেখেই সরে যান তিনি। (ছবি:টুইটার)

ইনফান্তিনোর সেলফিতে আর একটু হলেই ধরা পড়তেন পেলের বোন। মোবাইল তাক করা দেখেই সরে যান তিনি। (ছবি:টুইটার)

4 / 7
ইনফান্তিনোকে সেলফি তুলতে দেখে ব্যক্তি এসে দাঁড়ান। ফিফা প্রধানের দেখাদেখি তিনিও সেলফি তুলতে চাইলে তাঁকে অবশ্য বাধা দেওয়া হয়। (ছবি:টুইটার)

ইনফান্তিনোকে সেলফি তুলতে দেখে ব্যক্তি এসে দাঁড়ান। ফিফা প্রধানের দেখাদেখি তিনিও সেলফি তুলতে চাইলে তাঁকে অবশ্য বাধা দেওয়া হয়। (ছবি:টুইটার)

5 / 7
পেলেকে শ্রদ্ধা জানাতে ভিলা বেলমিরোয় এসেছিলেন স্যান্টোস ক্লাবের প্রাক্তন ফুটবলাররা। ম্যানোইল মারিয়া-সহ স্যান্টোসের প্রাক্তনীদের সঙ্গে গ্রুপ সেলফিও তোলেন ইনফ্যান্তিনো। এরপর ফুটবল সম্রাটের বিধবা স্ত্রী মার্সিয়া আওকিকে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে।(ছবি:টুইটার)

পেলেকে শ্রদ্ধা জানাতে ভিলা বেলমিরোয় এসেছিলেন স্যান্টোস ক্লাবের প্রাক্তন ফুটবলাররা। ম্যানোইল মারিয়া-সহ স্যান্টোসের প্রাক্তনীদের সঙ্গে গ্রুপ সেলফিও তোলেন ইনফ্যান্তিনো। এরপর ফুটবল সম্রাটের বিধবা স্ত্রী মার্সিয়া আওকিকে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে।(ছবি:টুইটার)

6 / 7
পেলের স্ত্রী ছাড়াও ছেলে এডিনহোর সঙ্গে কথা বলতে দেখা যায় ফিফা প্রধানকে। (ছবি:টুইটার)

পেলের স্ত্রী ছাড়াও ছেলে এডিনহোর সঙ্গে কথা বলতে দেখা যায় ফিফা প্রধানকে। (ছবি:টুইটার)

7 / 7
তবে শোকের আবহে সেলফি তুলে প্রবল সমালোচিত হয়েছেন ফিফা সভাপতি। নেটিজেনদের অভিযোগ, আজকাল ইনফান্তিনো শিরোনামে থাকার একটু বেশিই চেষ্টা করেন। যে কারণে এমন দৃষ্টিকটু কাজ করছেন, মুখ থেকে বেরচ্ছে বেফাঁস মন্তব্য। তাঁর মন্তব্যের জন্য কাতার বিশ্বকাপ থেকে সমালোচিত হচ্ছিলেন ইনফান্তিনো। পেলের মরদেহের সামনে সেলফি তাতে ঘি ঢেলেছে। (ছবি:টুইটার)

তবে শোকের আবহে সেলফি তুলে প্রবল সমালোচিত হয়েছেন ফিফা সভাপতি। নেটিজেনদের অভিযোগ, আজকাল ইনফান্তিনো শিরোনামে থাকার একটু বেশিই চেষ্টা করেন। যে কারণে এমন দৃষ্টিকটু কাজ করছেন, মুখ থেকে বেরচ্ছে বেফাঁস মন্তব্য। তাঁর মন্তব্যের জন্য কাতার বিশ্বকাপ থেকে সমালোচিত হচ্ছিলেন ইনফান্তিনো। পেলের মরদেহের সামনে সেলফি তাতে ঘি ঢেলেছে। (ছবি:টুইটার)

Next Photo Gallery