FIFA World Cup 2022: যাঁদের পায়ের জাদুতে বিভোর হবে কাতার বিশ্বকাপ

কাতার বিশ্বকাপে কোন কোন তারকা ফুটবলারদের দিকে থাকবে নজর? লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2022 | 11:57 AM

1 / 6
লিওনেল মেসি: তর্কাতীতভাবে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির পেলে, দিয়োগো মারাদোনাদের মতো ফুটবল বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। গতবছর আর্জেন্টিনার হয়ে প্রথম বড় খেতাব কোপা আমেরিকা জেতেন মেসি। ৩৫ বছর বয়সী ফুটবলার জানিয়ে দিয়েছেন, কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। দেশের হয়ে তৃতীয় এবং বুটজোড়া তুলে রাখার আগে বিশ্বকাপ জয়ের অপূর্ণ সাধ পূরণ করে যেতে চান তিনি।(ছবি:টুইটার)

লিওনেল মেসি: তর্কাতীতভাবে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির পেলে, দিয়োগো মারাদোনাদের মতো ফুটবল বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। গতবছর আর্জেন্টিনার হয়ে প্রথম বড় খেতাব কোপা আমেরিকা জেতেন মেসি। ৩৫ বছর বয়সী ফুটবলার জানিয়ে দিয়েছেন, কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। দেশের হয়ে তৃতীয় এবং বুটজোড়া তুলে রাখার আগে বিশ্বকাপ জয়ের অপূর্ণ সাধ পূরণ করে যেতে চান তিনি।(ছবি:টুইটার)

2 / 6
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: লিও মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ৩৭ বছরের রোনাল্ডোর নিশ্চিতভাবেই এটা শেষ বিশ্বকাপ হতে চলেছে। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলস্কোরার রোনাল্ডোর হাতে বিশ্বকাপ দেখতে চাইছে আপামর সিআর সেভেন ভক্তরা।(ছবি:টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: লিও মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ৩৭ বছরের রোনাল্ডোর নিশ্চিতভাবেই এটা শেষ বিশ্বকাপ হতে চলেছে। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলস্কোরার রোনাল্ডোর হাতে বিশ্বকাপ দেখতে চাইছে আপামর সিআর সেভেন ভক্তরা।(ছবি:টুইটার)

3 / 6
কিলিয়ান এমবাপে: জাতীয় দলের সতীর্থ করিম বেঞ্জেমা ব্যালন ডি'অর জিতলেও বর্তমান ফ্রান্স দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছেন কিলিয়ান এমবাপে। ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এমবাপে। পেলের পর বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন কোনও টিনএজার ফুটবলার। বর্তমানে এমবাপের বয়স ২৩। রাশিয়ায় সেরা তরুণ খেলোয়াড়ের ট্রফি জেতা এমবাপে ফ্রান্সের খেতাব ধরে রাখতে সেরাটা উজাড় করে দেবেন।(ছবি:টুইটার)

কিলিয়ান এমবাপে: জাতীয় দলের সতীর্থ করিম বেঞ্জেমা ব্যালন ডি'অর জিতলেও বর্তমান ফ্রান্স দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছেন কিলিয়ান এমবাপে। ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এমবাপে। পেলের পর বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন কোনও টিনএজার ফুটবলার। বর্তমানে এমবাপের বয়স ২৩। রাশিয়ায় সেরা তরুণ খেলোয়াড়ের ট্রফি জেতা এমবাপে ফ্রান্সের খেতাব ধরে রাখতে সেরাটা উজাড় করে দেবেন।(ছবি:টুইটার)

4 / 6
 সাদিও মানে: বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানে এবারের ব্যালন ডি'ওর জয়ের দোরগোড়ায় ছিলেন। ২০১৮ সালে সব আফ্রিকান দলগুলি গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছিল। কাতারে তাদের মধ্যে অনেকেরই টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত এগোনোর সম্ভাবনা আছে। যোগ্যতা অর্জন পর্বে পেনাল্টি শুটআউটে মানের সেনেগাল হারিয়েছে মিশরকে। গ্রুপ এ-তে আয়োজক কাতার, নেদারল্যান্ডস এবং ইকুয়েডরের সঙ্গে রয়েছে সেনেগাল। বিশ্বকাপে সেনেগালকে নিয়ে কতদূর পর্যন্ত এগোতে পারে সাদিও মানে, সেটাই দেখার।(ছবি:টুইটার)

সাদিও মানে: বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানে এবারের ব্যালন ডি'ওর জয়ের দোরগোড়ায় ছিলেন। ২০১৮ সালে সব আফ্রিকান দলগুলি গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছিল। কাতারে তাদের মধ্যে অনেকেরই টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত এগোনোর সম্ভাবনা আছে। যোগ্যতা অর্জন পর্বে পেনাল্টি শুটআউটে মানের সেনেগাল হারিয়েছে মিশরকে। গ্রুপ এ-তে আয়োজক কাতার, নেদারল্যান্ডস এবং ইকুয়েডরের সঙ্গে রয়েছে সেনেগাল। বিশ্বকাপে সেনেগালকে নিয়ে কতদূর পর্যন্ত এগোতে পারে সাদিও মানে, সেটাই দেখার।(ছবি:টুইটার)

5 / 6
নেইমার: টুর্নামেন্টের ফেভারিচ দল হিসেবে কাতার যাচ্ছে ব্রাজিল। লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়। পিএসজি তারকা নেইমারের দুরন্ত ফর্ম তিতের দলের প্লাস পয়েন্ট। ব্রাজিলের হয়ে পেলে সর্বকালের রেকর্ড ছুঁয়ে বিশ্বকাপে খেলতে নামছেন নেইমার। তিনিই তো দলের স্টার। (ছবি:টুইটার)

নেইমার: টুর্নামেন্টের ফেভারিচ দল হিসেবে কাতার যাচ্ছে ব্রাজিল। লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়। পিএসজি তারকা নেইমারের দুরন্ত ফর্ম তিতের দলের প্লাস পয়েন্ট। ব্রাজিলের হয়ে পেলে সর্বকালের রেকর্ড ছুঁয়ে বিশ্বকাপে খেলতে নামছেন নেইমার। তিনিই তো দলের স্টার। (ছবি:টুইটার)

6 / 6
সন হিউ মিন: নিঃসন্দেহে এই টটেনহ্যাম ফরোয়ার্ড এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকা। গ্রুপ এইচ-এ দক্ষিণ কোরিয়া অনেকটা নির্ভর করছে সনের উপর। গত মরসুমে প্রিমিয়র লিগে গোল্ডেন বুট জয়ী সন হিউ মিন ১০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সনের গোল গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছিল জার্মানিকে। এবারও তাঁর দিকে থাকবে নজর। (ছবি:টুইটার)

সন হিউ মিন: নিঃসন্দেহে এই টটেনহ্যাম ফরোয়ার্ড এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকা। গ্রুপ এইচ-এ দক্ষিণ কোরিয়া অনেকটা নির্ভর করছে সনের উপর। গত মরসুমে প্রিমিয়র লিগে গোল্ডেন বুট জয়ী সন হিউ মিন ১০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সনের গোল গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছিল জার্মানিকে। এবারও তাঁর দিকে থাকবে নজর। (ছবি:টুইটার)