Tollywood Marriage: এক বিদেশির হাতে মেয়েকে সঁপে দিলেন পরিচালক; কলকাতায় বর সেজে এলেন সেই ব্রিটিশ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 02, 2023 | 1:30 PM

Aniruddha Roy Choudhury: বিয়ের সানাই বাজছে টলিপাড়ায়। একাধিক তারকা বিয়ে করেছেন সম্প্রতি। শ্বশুরমশাই হলেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীও। একমাত্র কন্যা প্রেরণার বিয়ে হল সম্প্রতি। সেই বিয়েতে হাজির ছিল টলিউড-বলিউডের তারকারা। অনিরুদ্ধ যে দু'দিকেরই...

1 / 8
এবার শ্বশুরমশাইয়ের দায়িত্বে বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। কন্যা প্রেরণা বিয়ে করেছেন সম্প্রতি।

এবার শ্বশুরমশাইয়ের দায়িত্বে বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। কন্যা প্রেরণা বিয়ে করেছেন সম্প্রতি।

2 / 8
বিদেশে থাকাকালীন এক বিদেশির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই বিদেশিকেই বছরের মাঝামাঝি বিয়ে করলেন অনিরুদ্ধ-কন্যা।

বিদেশে থাকাকালীন এক বিদেশির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই বিদেশিকেই বছরের মাঝামাঝি বিয়ে করলেন অনিরুদ্ধ-কন্যা।

3 / 8
প্রেরণা বিয়ে করেছেন জনিকে। এবার কলকাতায় এসেছেন জনি-প্রেরণা। সেখানেই হল তাঁদের আনুষ্ঠিক বাঙালি বিয়ে।

প্রেরণা বিয়ে করেছেন জনিকে। এবার কলকাতায় এসেছেন জনি-প্রেরণা। সেখানেই হল তাঁদের আনুষ্ঠিক বাঙালি বিয়ে।

4 / 8
অনিরুদ্ধ রায় চৌধুরী 'পিঙ্ক' ছবির পরিচালক। মেয়ের বিয়েতেও তাই ছিল পিঙ্ক-টাচ। মহিলা পুরোহিতরা প্রেরণা-জনির বিয়ে দিয়েছেন।

অনিরুদ্ধ রায় চৌধুরী 'পিঙ্ক' ছবির পরিচালক। মেয়ের বিয়েতেও তাই ছিল পিঙ্ক-টাচ। মহিলা পুরোহিতরা প্রেরণা-জনির বিয়ে দিয়েছেন।

5 / 8
বিয়ের পৌরহিত্য করেছেন বাংলার প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর মহিলা ব্রিগে়ড।

বিয়ের পৌরহিত্য করেছেন বাংলার প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর মহিলা ব্রিগে়ড।

6 / 8
বিয়েতে বসেছিল চাঁদের হাট। টলিউড-বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন সেই বিয়েতে।

বিয়েতে বসেছিল চাঁদের হাট। টলিউড-বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন সেই বিয়েতে।

7 / 8
বিয়ের মেনুও ছিল এলাহি। অনিরুদ্ধ, যাঁকে টোনিদা নামেই চেনে ইন্ডাস্টি, তিনি খাদ্যরসিক মানুষ।

বিয়ের মেনুও ছিল এলাহি। অনিরুদ্ধ, যাঁকে টোনিদা নামেই চেনে ইন্ডাস্টি, তিনি খাদ্যরসিক মানুষ।

8 / 8
তাই মেয়ের সাজ থেকে ভোগ--সবটাই জমিয়ে আয়োজন করেছিলেন টোনি। অতিথিরা ওয়াহ্, ওয়াহ্ করেছেন প্রত্যেকে।

তাই মেয়ের সাজ থেকে ভোগ--সবটাই জমিয়ে আয়োজন করেছিলেন টোনি। অতিথিরা ওয়াহ্, ওয়াহ্ করেছেন প্রত্যেকে।

Next Photo Gallery