
সঞ্জয় লীলা ভানসালীর ছবিতে সঙ্গীতের রয়েছে আলাদা গুরুত্ব। তবে আপনি কি জানেন, ছবি পরিচালনার পাশাপাশি সঙ্গীতও কম্পোজ় করেন সঞ্জয়। যদিও এতকাল কেবলই সিনেমাতেই মিউজ়িক কম্পোজ় করছিলেন সঞ্জয়। এই প্রথম নিজের স্বতন্ত্র মিউজ়িক অ্যালবাম লঞ্চ করলেন তিনি।

৭ ডিসেম্বর সব কটি মিউজ়িক স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করবে সঞ্জয় লীলা ভানসালীর প্রথম মিউজ়িক অ্যালবাম 'সুকুন'।

২০১০ সালে প্রথম মিউজ়িক কম্পোজ় করেন সঞ্জয়। নিজের পরিচালিত 'গুজারিশ' ছবিতে সঙ্গীত কম্পোজ় করেন তিনি। তারপর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে ৬টি গান তৈরি করেন তিনি নিজে। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় 'ডোলিদা' গানটিও।

সঞ্জয়ের 'সুকুন' অ্যালবামে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পাপন, প্রতিভা বাঘিল, শাইল হাডা, মধুবন্তি বাগচী। তবলা, বাঁশি, গিটার, সারেঙ্গি, সেতার, হারমোনিয়ামের মতো সঙ্গীতের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এই অ্য়ালবামে।

সঞ্জয় বলেছেন, "করোনাকালের দু'বছর ধরে আমি তৈরি করেছি এই অ্যালবাম। 'সুকুন' তৈরি করতে গিয়ে পেয়েছি শান্তি, ভালবাসা এবং সমৃদ্ধি। আমার আশা আপনাদেরও ভাল লাগবে 'সুকুন'।"