TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 24, 2022 | 12:08 PM
উত্তম কুমার - মহানায়কের পিতৃপ্রদত্ত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়।
চিরঞ্জিত - চিরঞ্জিতের আসল নাম দীপক চট্টোপাধ্যায়। পরবর্তীকালে চিরঞ্জিত নামেই তিনি বিখ্যাত হয়েছেন বেশি।
যিশু সেনগুপ্ত - অনেকেই হয়তো জানেন না, যিশু সেনগুপ্তর ভাল নাম ছিল বিশ্বরূপ সেনগুপ্ত। সিনেমায় এসেই তাঁর নাম পাল্টে যায়।
টোটা রায়চৌধুরী - বনেদি পরিবারে জন্ম টোটার দারুণ কাব্যিক নাম রেখেছিলেন বাবা-মা। সেই নাম হল পুষ্পপরাগ রায়চৌধুরী। সিনেমায় এসে পাল্টে যায় সেই নাম।
জিৎ - অবাঙালি ছেলে জিৎ বাংলায় এসে নাম করেছেন। পেয়েছেন যশ ও খ্য়াতি। জিতের আসল নাম জিতেন্দ্র। ছোট করে জিৎ।
দেব - তিনি যে বার লোকসভা নির্বাচনে লড়াই করতে নামলেন তৃণমূলের হয়ে, সকলে জানতে পারলেন দেবের আসল নাম দীপক অধিকারী। দুটো নামেই তিনি খ্যাতি পেয়েছেন।
বনি সেনগুপ্ত - তরুণ প্রজন্মের অভিনেতা বনির এটা ভাল নাম নয়। খাতায় কলমে তিনি অনুপ্রিয় সেনগুপ্ত। জানতেন? বাবা অনুপ ও মা পিয়ার নাম মিলিয়ে এই নাম রাখা হয়। কিন্তু পরবর্তীতে তিনি খ্যাতি পেয়েছেন বনি নামেই। অনুপ্রিয় নামটা হারিয়ে গিয়েছে।