TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Nov 20, 2021 | 1:18 PM
শুক্রবার ছিল ১৯ নভেম্বর। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এই দিনই প্রথম নাটক মঞ্চস্থ করে নাট্যদল 'নান্দীকার'। নাটকের নাম 'মাধবী'। বরাবরই এই নাটকের নির্দেশনা করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত। তিনি না থাকলেও প্রত্যেক দৃশ্যে জানান দিয়েছেন তাঁর উপস্থিতি। মুখ্য অভিনয়ে সোহিনী সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার।
করোনাকালে পরিস্থিতি শিথিল হওয়ার পর অ্যাকাডেমি ফাইন আর্টসের প্রেক্ষাগৃহ দর্শকে ভরে ওঠে। নতুনভাবে বেঁচে উঠেছে নাটক।
'মাধবী' নাটকে মাধবীর চরিত্রে সোহিনী সেনগুপ্ত। যযাতি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। গালব দেব শঙ্কর হালদার।
পুরুষতন্ত্রের কথা বলে এই নাটক। এক নারী, এক প্রেয়সী, এক মায়ের আত্মত্যাগের কথা বলে। ঘটনা চক্রে ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালিত হয়। কাকতালীয় ভাবে এই দিনই দর্শকের সামনে নাটকটি উপস্থাপনা হয়।
সঙ্গীত নির্ভর নাটকের প্রত্যেক দৃশ্য প্রশংসনীয়।
দর্শকের করতালিতে ভেসে যায় প্রেক্ষাগৃহ।