
বিরাট কোহলি (Virat Kohli)। ফর্মে নেই...। টানা সমালোচনা শুনতে হয়েছে। শতরানের সংখ্যা ৭০ এ থমকে ছিল প্রায় তিন বছর। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ১২২ রানের অপরাজিত ইনিংস। আন্তর্জাতিক টি ২০ তে প্রথম শতরান, সবমিলিয়ে ৭১। বিরাট তৃপ্তি এই একটা ইনিংসে। (ছবি : টুইটার)

মহম্মদ রিজওয়ান (Md Rizwan)। এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রাহক। তাঁর স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। তবে সুপার ফোরের ম্যাচে রিজওয়ান ৭১ রানের ইনিংস না খেললে, হয়তো ভারতকে হারাতে পারত না পাকিস্তান। (ছবি : টুইটার)

বাবর হায়াত (Babar Hayat)। বিশ্ব ক্রিকেটে হংকং কাগজে কলমে অনেক পিছিয়ে। ভারতের বিরুদ্ধে ৪১ রানের ইনিংস বাবর হায়াতের কেরিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি হয়ে থাকবে। (ছবি : টুইটার)

ভানুকা রাজাপক্ষ (Bhanuka Rajapaksa)। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানে ৫ উইকেটে ধুঁকছিল শ্রীলঙ্কা। ভানুকার ৭১ রানের ইনিংস পার্থক্য গড়ে দেয়। ষষ্ঠ বার এশিয়া সেরার খেতাব জেতে শ্রীলঙ্কা। (ছবি : টুইটার)

ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। এ বারের এশিয়া কাপে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন। তবে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ভুবির বোলিংয়ে বিপর্যয় সামলে অপরাজিত ৬৪ রানের ইনিংস ইব্রাহিম জাদরানের। তাঁর কেরিয়ারের স্মরণীয় হয়েই থাকবে। (ছবি : টুইটার)