IND vs PAk Memorable Match: ভারত-পাকিস্তান দ্বৈরথের বিশেষ কিছু মুহূর্ত, যা হয়তো আপনি কোনওদিন ভুলতে পারবেন না…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 17, 2022 | 7:30 AM

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্মরণীয়। ম্যাচের কয়েক দিন আগেই শুরু হয় উত্তেজনা। আর মাঠেও মনে রাখার মুহূর্তের শেষ নেই। এমন কয়েকটি ঘটনা এবং স্মরণীয় কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক।

1 / 5
সাল ২০০৭। উদ্বোধনী টি ২০ বিশ্বকাপ ফাইনাল। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন পাকিস্তানের। মিসবা উল হকের ইনিংসে তারা জয়ের দোরগোরায়। শেষ ওভারে অনভিজ্ঞ যোগীন্দর শর্মাকে বোলিং দেন মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় বলে শর্ট থার্ডম্যানে শ্রীসন্থের ক্যাচ। ভারত ৫ রানে জেতে। (ছবি-টুইটার)

সাল ২০০৭। উদ্বোধনী টি ২০ বিশ্বকাপ ফাইনাল। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন পাকিস্তানের। মিসবা উল হকের ইনিংসে তারা জয়ের দোরগোরায়। শেষ ওভারে অনভিজ্ঞ যোগীন্দর শর্মাকে বোলিং দেন মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় বলে শর্ট থার্ডম্যানে শ্রীসন্থের ক্যাচ। ভারত ৫ রানে জেতে। (ছবি-টুইটার)

2 / 5
উদ্বোধনীয় টি ২০ বিশ্বকাপেই ভারত-পাকিস্তানের ম্যাচ টাই হয়। তখনও সুপার ওভারের আমদানি হয়নি। বোল আউটে জেতে ভারত। (ছবি-টুইটার)

উদ্বোধনীয় টি ২০ বিশ্বকাপেই ভারত-পাকিস্তানের ম্যাচ টাই হয়। তখনও সুপার ওভারের আমদানি হয়নি। বোল আউটে জেতে ভারত। (ছবি-টুইটার)

3 / 5
ভারত-পাকিস্তান অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ ১৯৯২ বিশ্বকাপে। উইকেট রক্ষক কিরণ মোরের সঙ্গে স্লেজিং চলছিল জাভেদ মিয়াঁদাদের। হঠাৎই একটি বল খেলে কিরণ মোরের সামনে ব্যাঙের মতো লাফিয়ে ওঠেন জাভেদ। (ছবি-টুইটার)

ভারত-পাকিস্তান অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ ১৯৯২ বিশ্বকাপে। উইকেট রক্ষক কিরণ মোরের সঙ্গে স্লেজিং চলছিল জাভেদ মিয়াঁদাদের। হঠাৎই একটি বল খেলে কিরণ মোরের সামনে ব্যাঙের মতো লাফিয়ে ওঠেন জাভেদ। (ছবি-টুইটার)

4 / 5
পারফেক্ট টেন। দিল্লির ফিরোজশাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ১০টিই উইকেট নেন অনিল কুম্বলে। (ছবি-টুইটার)

পারফেক্ট টেন। দিল্লির ফিরোজশাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ১০টিই উইকেট নেন অনিল কুম্বলে। (ছবি-টুইটার)

5 / 5
সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ অন্যতম স্মরণীয়। সচিন তেন্ডুলকর ৭৫ বলে ৯৮ রান করেন। তখনও ১০০ রান দরকার। রাহুল দ্রাবিড়-যুবরাজ সিং জুটি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০০ শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখে। (ছবি-টুইটার)

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ অন্যতম স্মরণীয়। সচিন তেন্ডুলকর ৭৫ বলে ৯৮ রান করেন। তখনও ১০০ রান দরকার। রাহুল দ্রাবিড়-যুবরাজ সিং জুটি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০০ শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখে। (ছবি-টুইটার)

Next Photo Gallery