
প্রমোদ মধুশান (Pramod Madushan)। অভিজ্ঞতার ভাণ্ডার খালি। ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট। একই ওভারে পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ফখর জামানের উইকেট। ম্যাচের রঙ পাল্টে দেওয়া মুহূর্ত। (ছবি : টুইটার)

ফজলহক ফারুকি (Fazalhaq Farooqi)। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জয়ের দোরগোড়ায় ছিল আফগানিস্তান। ১৮ তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট। যদিও শেষ ওভারে দুটো ফুলটস অনভিজ্ঞ ফারুকির। আফগানিস্তান ম্যাচ হারলেও ফারুকির পারফরম্যান্স মনে রাখার মতোই। (ছবি : টুইটার)

শাদাব খান (Shadab Khan)। হংকংয়ের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেন পাকিস্তানের এই লেগ স্পিনার। ২.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শাদাবের। হংকং মাত্র ৩৮ রানে অলআউট। (ছবি : টুইটার)

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের অন্য়তম সেরা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর ২ ওভারে স্পেলে ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন। যদিও শেষ অবধি জিততে পারেনি ভারত। (ছবি : টুইটার)

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। স্লগ ওভার বোলিংয়ে সমালোচিত হচ্ছিলেন ভুবনেশ্বর কুমার। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্য়াচে অনবদ্য বোলিং। শুরুতে টানা চার ওভারের স্পেল। মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন ভুবি। তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। (ছবি : টুইটার)