CWG 2022: শেলি-এলিস… কমনওয়েলথ গেমসে নজরে থাকবেন বিশ্বের যে ৫ অ্যাথলিটরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 24, 2022 | 10:04 PM
Commonwealth Games 2022: আর এক সপ্তাহও বাকি নেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস শুরু হতে। ভারতীয় অ্যাথলিটদের নিয়ে উত্তেজনা তো রয়েছেই, পাশাপাশি এ বারের কমনওয়েলথে যে বিদেশি অ্যাথলিটরা দাপট দেখাতে পারেন, তাঁদের নিয়েও চর্চা না করলেই নয়। শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস থেকে শুরু করে এলিস পেরি... যে ৫ বিদেশি অ্যাথলিটের ওপর নজর থাকবে এ বারের কমনওয়েলথে, তাঁদের দেখে নিন ছবিতে...
1 / 6
Commonwealth Games 2022: আর এক সপ্তাহও বাকি নেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস শুরু হতে। ভারতীয় অ্যাথলিটদের নিয়ে উত্তেজনা তো রয়েছেই, পাশাপাশি এ বারের কমনওয়েলথে যে বিদেশি অ্যাথলিটরা দাপট দেখাতে পারেন, তাঁদের নিয়েও চর্চা না করলেই নয়। শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস থেকে শুরু করে এলিস পেরি... যে ৫ বিদেশি অ্যাথলিটের ওপর নজর থাকবে এ বারের কমনওয়েলথে, তাঁদের দেখে নিন ছবিতে...
2 / 6
শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস (Shelly-Ann Fraser-Pryce) - আট বারের অলিম্পিকজয়ী জামাইকান তারকা স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১২টি পদক রয়েছে শেলির ঝুলিতে। ৩৫ বছরেও শেলির গতি ফিকে হয়নি। তবে কমনওয়েলথ গেমসে মাত্র ১টিই সোনা জুটেছে তাঁর কপালে। বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ফলে আসন্ন কমনওয়েলথ গেমসের আসরে তিনি চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না। (ছবি-টুইটার)
3 / 6
এলিস পেরি (Ellyse Perry) - মেয়েদের ক্রিকেটে অন্যতম জনপ্রিয় ক্রিকেটার হলেন এলিস পেরি। এ বারের কমনওয়েলথ গেমসে প্রথম বারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। ৩১ বছরের পেরি সদ্য পিঠের চোট সারিয়ে উঠেছেন। তিনিই প্রথম অজি প্লেয়ার যিনি ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি ফুটবল বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। (ছবি-টুইটার)
4 / 6
ম্যাথু গ্লেজার (Matthew Glaetzer) - ম্যাথু গ্লেজার হলেন অস্ট্রেলিয়ার সাইক্লিস্ট। গোল্ড কোস্টে তিনি তিনখানা সোনা জিতেছিলেন। তবে ২০১৮ সালেই ম্যাথুর থাইরয়েড ক্যান্সর ধরা পড়ে। যার ফলে তিনি ট্র্যাক থেকে বিরতি নিয়েছিলেন। তারপর টোকিও অলিম্পিকের হাত ধরে আবার তিনি ট্র্যাকে ফেরেন। আসন্ন কমনওয়েলথ গেমসে তিনি পদকের অন্যতম দাবিদার বলে মনে করছে ক্রীড়াবিশ্ব। (ছবি-টুইটার)
5 / 6
জেরি তুওয়াই (Jerry Tuwai) - ফিজির তারকা রাগবি প্লেয়ার জেরি তুওয়াইয়ের দিকে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নজরে থাকবেন। তিনি ফিজি সেভেন দলের হয়ে ২০১৪ সালে খেলা শুরু করেন। রিও অলিম্পিক ও টোকিও অলিম্পিকে সোনাও জেতেন তিনি। ফলে বার্মিংহ্যামেও তাঁর হাত ধরেই ফের সোনার স্বপ্ন দেখছে ফিজিবাসীরা। (ছবি-টুইটার)
6 / 6
পিস প্রোসকোভিয়া (Peace Proscovia) - পিস প্রোসকোভিয়া হলেন উগান্ডার নেটবল প্লেয়ার। ৬ ফুট ৪ ইঞ্চির প্রোসকোভিয়া অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ক্লাবে খেলেছেন। মেয়েদের নেটবল প্রতিযোগিতায় পদক পাওয়ার অন্যতম দাবিদার তিনি। তাঁর দেশের মহিলা অ্যাথলিটদের মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাথলিট হলেন পিস। বর্তমানে সুপার লিগের ক্লাব সারে স্ট্রমের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। (ছবি-টুইটার)