TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Apr 11, 2022 | 5:48 PM
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হতে চলেছে বিগ সেভিং ডেজ সেল। ১২ এপ্রিল এই সেল শুরু হচ্ছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। একাধিক নামিদামি সংস্থার জনপ্রিয় ফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা ১১ এপ্রিল রাত ১২টা থেকেই কেনাকাটা শুরু করতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি- এই ফোনের আসল দাম ২২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের এখন তা পাওয়া যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ফ্লিপকার্টের সেলে আর একটু কমে ১৪,২৪৯ টাকাতেও কেনা যেতে পারে। এই ফোন কেনার ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট ও ডেবিট ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ফ্ল্যাট ১০০০ টাকা ছাড় থাকবে।
রেডমি নোট ১০টি ৫জি- এই ফোনের আসল দাম ১৬,৯৯৯ টাকা। এখন ফ্লিপকার্টে তা পাওয়া যাচ্ছে ১৩,৯৯৯ টাকায়। তবে সেল শুরু হলে ১০,৯৯৯ টাকায় বিক্রি হতে পারে এই ফোন। থাকছে এক্সচেঞ্জ অফার। আর আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট ও ডেবিট ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে থাকছে ১০০০ টাকা ছাড়।
মোটোরোলা এজ ২০ ফিউশন- ২৫,৯৯৯ টাকার এই ফোন এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ২৩.১৯৯ টাকায়। বিগ সেভিং ডেজ সেল শুরু হলে ১৯.৪৯৯ টাকায় পাওয়া যাবে এই ফোন। এক্ষেত্রে কোন এক্সচেঞ্জ অফার প্রযোজ্য নেই।
পোকো এম৪ প্রো ৫জি- ১৬,৯৯৯ টাকার এই ফোন বর্তমানে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়। আর সেল শুরু হলে পাওয়া যাবে ১২,৯৯৯ টাকায়। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি- এই ফোনের আসল দাম ২৭,৯৯৯ টাকা। তবে এই ফোন ফ্লিপকার্টে এখন পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায়। সেলের সময় দাম আরও কমে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারও রয়েছে।