SENS 32 inch Smart TV: 999 টাকায় 32 ইঞ্চির টিভি দেবে SENS, কোথায় পাবেন এই দুর্দান্ত অফার?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 25, 2023 | 4:10 PM

Flipkart Sale: নতুন বছরে স্মার্ট টিভি কেনার প্ল্য়ান করছেন? তাহলে এই সুযোগটি কোনও মতেই হাতছাড়া করবেন না। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) স্মার্ট টিভির উপর বিপুল ছাড় পাওয়া যাচ্ছে।

1 / 6
নতুন বছরে স্মার্ট টিভি কেনার প্ল্য়ান করছেন? তাহলে এই সুযোগটি কোনও মতেই হাতছাড়া করবেন না। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) স্মার্ট টিভির উপর বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। SENS 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটি 20,990 টাকার বদলে মাত্র 999 টাকায় পাবেন।

নতুন বছরে স্মার্ট টিভি কেনার প্ল্য়ান করছেন? তাহলে এই সুযোগটি কোনও মতেই হাতছাড়া করবেন না। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) স্মার্ট টিভির উপর বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। SENS 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটি 20,990 টাকার বদলে মাত্র 999 টাকায় পাবেন।

2 / 6
SENS 80 সেমি (32 ইঞ্চি) HD অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটি ফ্লিপকার্টে 8,999 টাকায় পাওয়া যাচ্ছে। যার আসল দাম 20,990 টাকা। আপনি ফেডারেল ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 5000-এর বেশি  টাকার কেনাকাটা করলে 10 শতাংশ পর্যন্ত অর্থাৎ 1,250 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

SENS 80 সেমি (32 ইঞ্চি) HD অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটি ফ্লিপকার্টে 8,999 টাকায় পাওয়া যাচ্ছে। যার আসল দাম 20,990 টাকা। আপনি ফেডারেল ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 5000-এর বেশি টাকার কেনাকাটা করলে 10 শতাংশ পর্যন্ত অর্থাৎ 1,250 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

3 / 6
এছাড়া এক্সচেঞ্জ অফারও রয়েছে। পুরনো অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি এক্সচেঞ্জ করলে 8,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে এই টিভির দাম হবে মাত্র 999 টাকা। তবে চলুন দেখে নেওয়া যাক  32 ইঞ্চি HD অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটির ফিচার।

এছাড়া এক্সচেঞ্জ অফারও রয়েছে। পুরনো অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি এক্সচেঞ্জ করলে 8,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে এই টিভির দাম হবে মাত্র 999 টাকা। তবে চলুন দেখে নেওয়া যাক 32 ইঞ্চি HD অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিটির ফিচার।

4 / 6
SENS 80 সেমি (32 ইঞ্চি) HD স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে 1366 x 768 পিক্সেল রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট সহ একটি 32-ইঞ্চি এইচডি রেডি ডিসপ্লে রয়েছে। এই স্মার্ট টিভিতে Netflix, প্রাইম ভিডিয়ো, Disney + Hotstar এবং Youtube সাপোর্ট করে।

SENS 80 সেমি (32 ইঞ্চি) HD স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে 1366 x 768 পিক্সেল রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট সহ একটি 32-ইঞ্চি এইচডি রেডি ডিসপ্লে রয়েছে। এই স্মার্ট টিভিতে Netflix, প্রাইম ভিডিয়ো, Disney + Hotstar এবং Youtube সাপোর্ট করে।

5 / 6
এই স্মার্ট টিভি অ্যান্ড্রয়েডে কাজ করে, যার সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ক্রোমকাস্ট বিল্ট ইন পাওয়া যায়। এই টিভিতে 20W পর্যন্ত সাউন্ড আউটপুট রয়েছে।

এই স্মার্ট টিভি অ্যান্ড্রয়েডে কাজ করে, যার সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ক্রোমকাস্ট বিল্ট ইন পাওয়া যায়। এই টিভিতে 20W পর্যন্ত সাউন্ড আউটপুট রয়েছে।

6 / 6
SENS স্মার্ট টিভিটির দাম 27,990 টাকা, তবে এটি 72 শতাংশ ছাড়ে 7,828 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, ফেডারেল ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 10 শতাংশ (1250 টাকা) ছাড় পেতে পারেন। এছাড়াও Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

SENS স্মার্ট টিভিটির দাম 27,990 টাকা, তবে এটি 72 শতাংশ ছাড়ে 7,828 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, ফেডারেল ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 10 শতাংশ (1250 টাকা) ছাড় পেতে পারেন। এছাড়াও Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

Next Photo Gallery
Coffee for blood sugar: কফিতেও বশে থাকে ব্লাড সুগার, ডায়াবেটিসের রোগীরা দিনে ক’কাপ পান করবেন?
Benefits of Mushrooms: দরকার নেই মাছ-মাংসের, রোজ পাতে এই খাবার পড়লেই আপনার পুষ্টি আটকায় কে