Toothache: ঠান্ডা লেগে দাঁতের যন্ত্রণা শুরু? মুক্তি পথ রয়েছে আপনার হেঁশেলেই

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 15, 2022 | 2:45 PM

Home Remedies: শীত পড়তেই দাঁত যন্ত্রণায় কাবু হবেন অনেকেই। এই অবস্থায় আপনি এই ৫ ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। এতে দাঁতের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।

1 / 6
একটু শীত পড়তেই অনেকেই দাঁতের যন্ত্রণায় ভোগেন। ঠান্ডা লাগলেই এই উপসর্গ দেখা দেয়। দাঁতের যন্ত্রণা খুব বেদনাদায়ক। অনেক সময় ঠান্ডা জিনিস খেলেও এই সমস্যা দেখা দেয়। তবে ঘরোয়া টোটকায় আপনি আরাম পেতে পারেন।

একটু শীত পড়তেই অনেকেই দাঁতের যন্ত্রণায় ভোগেন। ঠান্ডা লাগলেই এই উপসর্গ দেখা দেয়। দাঁতের যন্ত্রণা খুব বেদনাদায়ক। অনেক সময় ঠান্ডা জিনিস খেলেও এই সমস্যা দেখা দেয়। তবে ঘরোয়া টোটকায় আপনি আরাম পেতে পারেন।

2 / 6
দাঁতে ব্যথা হলে নুন জলে কুলকুচি করুন। জল গরম করুন। এতে সামান্য নুন মিশিয়ে নিন। এটা দিয়ে এবার কুলি করুন। দিনে ৩-৪ বার এই টোটকা কাজে লাগান। নুন জল মুখের ভিতরে থাকা জীবাণু মেরে ফেলবে এবং দাঁতের ব্যথা কমিয়ে দেবে।

দাঁতে ব্যথা হলে নুন জলে কুলকুচি করুন। জল গরম করুন। এতে সামান্য নুন মিশিয়ে নিন। এটা দিয়ে এবার কুলি করুন। দিনে ৩-৪ বার এই টোটকা কাজে লাগান। নুন জল মুখের ভিতরে থাকা জীবাণু মেরে ফেলবে এবং দাঁতের ব্যথা কমিয়ে দেবে।

3 / 6
মুখে দুটো লবঙ্গ দিয়ে রাখতে পারেন। এতে দাঁতের ব্যথা কমে যাবে। এছাড়াও আপনি লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন। কিংবা লবঙ্গ গুঁড়ো কিংবা লবঙ্গের পেস্ট বানিয়ে দাঁতে লাগাতে পারেন। এতেও উপকার পাবেন।

মুখে দুটো লবঙ্গ দিয়ে রাখতে পারেন। এতে দাঁতের ব্যথা কমে যাবে। এছাড়াও আপনি লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন। কিংবা লবঙ্গ গুঁড়ো কিংবা লবঙ্গের পেস্ট বানিয়ে দাঁতে লাগাতে পারেন। এতেও উপকার পাবেন।

4 / 6
দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পুদিনা পাতার চা পান করুন। পুদিনা পাতার চায়ে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দূর করে দেবে। আপনি চাইলে দাঁতে পুদিনার তেলও লাগাতে পারেন।

দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পুদিনা পাতার চা পান করুন। পুদিনা পাতার চায়ে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দূর করে দেবে। আপনি চাইলে দাঁতে পুদিনার তেলও লাগাতে পারেন।

5 / 6
এক কোয়া রসুন থেঁতো করুন। এর সঙ্গে নুন মিশিয়ে দাঁতে লাগান। রসুনের মধ্যে থাকা অ্যালিসিন নামক শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আপনাকে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে সক্ষম।

এক কোয়া রসুন থেঁতো করুন। এর সঙ্গে নুন মিশিয়ে দাঁতে লাগান। রসুনের মধ্যে থাকা অ্যালিসিন নামক শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আপনাকে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে সক্ষম।

6 / 6
দাঁতের পাশাপাশি যদি মাড়ির সমস্যা দেখা দেয়, ঠান্ডা লেগে যদি মাড়ি ফুলে যায় তাহলে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দাঁতের সমস্যা দূর করে দেবে।

দাঁতের পাশাপাশি যদি মাড়ির সমস্যা দেখা দেয়, ঠান্ডা লেগে যদি মাড়ি ফুলে যায় তাহলে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দাঁতের সমস্যা দূর করে দেবে।

Next Photo Gallery