TV9 Bangla Digital | Edited By: megha
Apr 24, 2022 | 1:54 PM
দিন শুরু করুন লেবু জলে চুমুক দিয়ে। ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টের পাওয়ার হাউস হল লেবু। সকালবেলা উঠে লেবুর জল পান করলে এটি শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বার করে দেয় এবঙ শরীরকে রোগ মুক্তি রাখে। তাছাড়া এই অভ্যাস আপনার ওজন কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে।
নিয়মিত শরীরচর্চা করলে শরীর ও ত্বক দুটোই ভাল থাকে। কিন্তু অনেকেই যোগব্যায়াম করেন না কিংবা জিমে যাওয়ার সময় নেই। সেই ক্ষেত্রে বাড়িতেই কোনও হালকা ব্যায়াম অর্থাৎ হাঁটা, সাঁতার কাটা, দৌড়ানো, ঘর মোছা, পোষ্যর সঙ্গে খেলা করা ইত্যাদি করতে পারেন। এতেও কাজ হবে।
ত্বক তখনই ভাল থাকবে যখন আপনি ভিতর থেকে এর যত্ন নেবেন। অর্থাৎ ডায়েটের খেয়াল রাখবেন। সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে তাজা ফল খান। তাজা ফল বা ফলের রস আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করবে।
ডায়েটের পাশাপাশি আপনাকে সঠিক স্কিন কেয়ার রুটিনও মেনে চলতে হবে। ত্বক পরিষ্কার করতে আপনি ফেস ক্লিনজার বেছে নিন। সকালে উঠে সেই ফেস ক্লিনজার বা কোনও মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনি ত্বকের সংক্রমণ এড়াতে পারবেন।
ত্বকের ওপর মৃত কোষ জমতে জমতে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়। ত্বক কালচে দেখায়। এর জন্য ত্বক এক্সফোলিয়েট করা জরুরি। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে দু' থেকে তিনবার সকালে স্কিন কেয়ার রুটিনে এক্সফোলিয়েশনকে যুক্ত করুন।
গরমকালে বলে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না, এই ভুল একদম করবেন না। ত্বক পরিষ্কার করার পর অবশ্যই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়শ্চারাইজার মাখার পরে যদি ত্বকে তেলতেলে ভাল না থাকে তাহলে বুঝবেন সঠিক ময়শ্চারাইজার ব্যবহার করেছেন।