Summer Makeup Tips: গরমেও গলবে না মেকআপ, শুধু মেনে চলুন সহজ কয়েকটি টিপস

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 26, 2022 | 12:35 PM

এই প্রখর গরমে রূপটান যতটা এড়ানো যায়, ততটাই ভাল। কিন্তু তাতেও অনেক সময় প্রয়োজন পড়ে মেকআপ করার। এই গরমে যেখানে হাঁসফাঁস অবস্থা হয়েছে, সেখানে মেকআপ যে সহজেই ফ্যাকাসে হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু পরিস্থিতিকেও এড়ানো যায়। শুধু জানতে হবে সঠিক ট্রিকস।

1 / 6
এই প্রখর গরমে রূপটান যতটা এড়ানো যায়, ততটাই ভাল। কিন্তু তাতেও অনেক সময় প্রয়োজন পড়ে মেকআপ করার। এই গরমে যেখানে হাঁসফাঁস অবস্থা হয়েছে, সেখানে মেকআপ যে সহজেই ফ্যাকাসে হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু পরিস্থিতিকেও এড়ানো যায়। শুধু জানতে হবে সঠিক ট্রিকস।

এই প্রখর গরমে রূপটান যতটা এড়ানো যায়, ততটাই ভাল। কিন্তু তাতেও অনেক সময় প্রয়োজন পড়ে মেকআপ করার। এই গরমে যেখানে হাঁসফাঁস অবস্থা হয়েছে, সেখানে মেকআপ যে সহজেই ফ্যাকাসে হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু পরিস্থিতিকেও এড়ানো যায়। শুধু জানতে হবে সঠিক ট্রিকস।

2 / 6
মেকআপ শুরুর আগে মুখটা ভাল করে ধুয়ে নিন। ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা করে তারপরই মেকআপ করা শুরু করুন। সবচেয়ে ভাল হয় যদি মেকআপ শুরুর আগে মুখে বরফ ঘষে নেন। এতে মুখের ছিদ্রগুলো প্রশমিত হয়ে যাবে।

মেকআপ শুরুর আগে মুখটা ভাল করে ধুয়ে নিন। ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা করে তারপরই মেকআপ করা শুরু করুন। সবচেয়ে ভাল হয় যদি মেকআপ শুরুর আগে মুখে বরফ ঘষে নেন। এতে মুখের ছিদ্রগুলো প্রশমিত হয়ে যাবে।

3 / 6
মেকআপ শুরু আগে প্রাইমার ব্যবহার করা জরুরি। এতে অনেকক্ষণ মেকআপ ধরে থাকে। এর জন্য ওয়াটার প্রুফ প্রাইমার ব্যবহার করুন। এই ধরনের প্রাইমার মুখের তৈলাক্ত ভাবকে রোধ করে। এতেই মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

মেকআপ শুরু আগে প্রাইমার ব্যবহার করা জরুরি। এতে অনেকক্ষণ মেকআপ ধরে থাকে। এর জন্য ওয়াটার প্রুফ প্রাইমার ব্যবহার করুন। এই ধরনের প্রাইমার মুখের তৈলাক্ত ভাবকে রোধ করে। এতেই মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

4 / 6
গরমে হালকা মেকআপ করলেও আইলাইনারটা মাস্ট। গরমে সবচেয়ে তাড়াতাড়ির মধ্যে উঠে যায় আইনার। এই ক্ষেত্রে সব সময় ওয়াটার প্রুফ আইলাইনার ব্যবহার করবেন। এতে আইলাইনার গলে যাওয়ার বা উঠে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

গরমে হালকা মেকআপ করলেও আইলাইনারটা মাস্ট। গরমে সবচেয়ে তাড়াতাড়ির মধ্যে উঠে যায় আইনার। এই ক্ষেত্রে সব সময় ওয়াটার প্রুফ আইলাইনার ব্যবহার করবেন। এতে আইলাইনার গলে যাওয়ার বা উঠে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

5 / 6
অ্যাইশ্যাডো পরলেও ওয়াটার প্রুফ অ্যাইশ্যাডো ব্যবহার করার চেষ্টা করুন। তবে তার আগে অবশ্যই আই প্রাইমার ব্যবহার করবেন। ক্রিম অ্যাইশ্যাডো এড়িয়ে চলুন। এর বদলে পাউডার বেসড অ্যাইশ্যাডো ব্যবহার করুন। এতে নষ্ট হবে না চোখের মেকআপ।

অ্যাইশ্যাডো পরলেও ওয়াটার প্রুফ অ্যাইশ্যাডো ব্যবহার করার চেষ্টা করুন। তবে তার আগে অবশ্যই আই প্রাইমার ব্যবহার করবেন। ক্রিম অ্যাইশ্যাডো এড়িয়ে চলুন। এর বদলে পাউডার বেসড অ্যাইশ্যাডো ব্যবহার করুন। এতে নষ্ট হবে না চোখের মেকআপ।

6 / 6
আর্দ্রতা যতই বেড়ে যাক, লিপস্টিক ছাড়া চলে। ঠোঁটের রঙ ধরে রাখতে লিপ স্ক্রাব করুন। ব্রাউন সুগার কিংবা চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন। তারপর ঠোঁটের ওপর লাগান লিপ প্রাইমার। শেষে ঠোঁটে ঘষে নিন পছন্দের লিপস্টিক।

আর্দ্রতা যতই বেড়ে যাক, লিপস্টিক ছাড়া চলে। ঠোঁটের রঙ ধরে রাখতে লিপ স্ক্রাব করুন। ব্রাউন সুগার কিংবা চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন। তারপর ঠোঁটের ওপর লাগান লিপ প্রাইমার। শেষে ঠোঁটে ঘষে নিন পছন্দের লিপস্টিক।

Next Photo Gallery