Night Skincare: শীতের রাতে বাড়বে ত্বকের জেল্লা, মেনে চলুন এই ৫টি ধাপ

Winter Skin Care Routine: সাধারণত শীতের রূপটানে ময়েশ্চারাইজার থাকে। এর বাইরেও নাইট কেয়ার রুটিনের দিকে নজর দেওয়া জরুরি।

| Edited By: megha

Dec 01, 2022 | 5:45 PM

1 / 6
শীত এলেই ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে পড়ে। এটা হয় আর্দ্রতার অভাবে। সাধারণত শীতের রূপটানে ময়েশ্চারাইজার থাকে। এর বাইরেও নাইট কেয়ার রুটিনের দিকে নজর দেওয়া জরুরি। রাতে ত্বকের যত্ন কীভাবে নেবেন, রইল টিপস...

শীত এলেই ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে পড়ে। এটা হয় আর্দ্রতার অভাবে। সাধারণত শীতের রূপটানে ময়েশ্চারাইজার থাকে। এর বাইরেও নাইট কেয়ার রুটিনের দিকে নজর দেওয়া জরুরি। রাতে ত্বকের যত্ন কীভাবে নেবেন, রইল টিপস...

2 / 6
রাতে ত্বক পরিষ্কার করার জন্য কাঁচা দুধ ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি কাঁচা দুধ ত্বকের কোলাজেন বৃদ্ধি সাহায্য করে। কাঁচা দুধ ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে।

রাতে ত্বক পরিষ্কার করার জন্য কাঁচা দুধ ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি কাঁচা দুধ ত্বকের কোলাজেন বৃদ্ধি সাহায্য করে। কাঁচা দুধ ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে।

3 / 6
শীতে প্রতিদিন ত্বক স্ক্রাব করার দরকার নেই। একদিন অন্তর ত্বক এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর হয়ে যায়। স্ক্রাব হিসেবে নারকেল তেল বা দুধের সঙ্গে কফি কিংবা ওটস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

শীতে প্রতিদিন ত্বক স্ক্রাব করার দরকার নেই। একদিন অন্তর ত্বক এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর হয়ে যায়। স্ক্রাব হিসেবে নারকেল তেল বা দুধের সঙ্গে কফি কিংবা ওটস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

4 / 6
প্রতিদিন ত্বক ম্যাসাজ করুন। অ্যালোভেরা জেল, নারকেল তেল কিংবা আর্গান তেল ব্যবহার করে ত্বক মালিশ করুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। ম্যাসাজ অয়েল কিংবা জেল ব্যবহারের পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন।

প্রতিদিন ত্বক ম্যাসাজ করুন। অ্যালোভেরা জেল, নারকেল তেল কিংবা আর্গান তেল ব্যবহার করে ত্বক মালিশ করুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। ম্যাসাজ অয়েল কিংবা জেল ব্যবহারের পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন।

5 / 6
শীতের দিনে ময়েশ্চারাইজার ছাড়া কোনও কথা হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। ত্বকের যত্ন নিতে আলট্রা-হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক কোমল এবং স্বাস্থ্যকর থাকবে।

শীতের দিনে ময়েশ্চারাইজার ছাড়া কোনও কথা হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। ত্বকের যত্ন নিতে আলট্রা-হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক কোমল এবং স্বাস্থ্যকর থাকবে।

6 / 6
সপ্তাহে একদিন করে হাইড্রেটিং ফেসমাস্ক ব্যবহার করুন। ১ চামচ মধুর সঙ্গে দই মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা আমন্ডের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটা ত্বকে লাগিয়ে মিনিট কুড়ি অপেক্ষা করুন। তারপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন।

সপ্তাহে একদিন করে হাইড্রেটিং ফেসমাস্ক ব্যবহার করুন। ১ চামচ মধুর সঙ্গে দই মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা আমন্ডের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটা ত্বকে লাগিয়ে মিনিট কুড়ি অপেক্ষা করুন। তারপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন।