Gmail Account Recovery: জিমেলের অ্যাকাউন্ট রিকোভারি করার এই কয়েকটি টিপস মেনে চলতে পারেন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 25, 2022 | 11:29 AM

আমরা অনেক সময়ই আমাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সমস্যার মুখে পড়ি। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নীচের এই টিপসগুলো মেনে চলুন...

1 / 9
খুব সাধারণ একটা উপায় হল, যদি আপনি আপনার ফোন নম্বর দিয়ে জি মেলে সাইন ইন করেন। এতে প্রক্রিয়া সামগ্রিকভাবে অনেক সহজ হয়ে যায়।

খুব সাধারণ একটা উপায় হল, যদি আপনি আপনার ফোন নম্বর দিয়ে জি মেলে সাইন ইন করেন। এতে প্রক্রিয়া সামগ্রিকভাবে অনেক সহজ হয়ে যায়।

2 / 9
গুগল আপনাকে সব সময় একটা অন্য ইমেল বা ফোন নম্বর যোগ করার সুবিধা দেয়। এই রিকোভারি ইমেল বা ফোন নম্বরে গুগল যে কোড পাঠাবে সেটা খেয়াল রাখুন।

গুগল আপনাকে সব সময় একটা অন্য ইমেল বা ফোন নম্বর যোগ করার সুবিধা দেয়। এই রিকোভারি ইমেল বা ফোন নম্বরে গুগল যে কোড পাঠাবে সেটা খেয়াল রাখুন।

3 / 9
আপনি আপনার আইফোন বা আইপ্যাডে গুগল অ্যাকাউন্টের ব্যবহার করতে পারেন। এখানে আপনাকে আলাদা করে পাসওয়ার্ড দিতে হয় না।

আপনি আপনার আইফোন বা আইপ্যাডে গুগল অ্যাকাউন্টের ব্যবহার করতে পারেন। এখানে আপনাকে আলাদা করে পাসওয়ার্ড দিতে হয় না।

4 / 9
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে যাচাই করে নিন যে যিনি আপনার অ্যাকাউন্টে আপনি নিজেই অ্যাক্সেস করতে চাইছেন।

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে যাচাই করে নিন যে যিনি আপনার অ্যাকাউন্টে আপনি নিজেই অ্যাক্সেস করতে চাইছেন।

5 / 9
আপনার ডিভাইসে আপনি চেষ্টা করুন সেই জায়গা থেকেই লগ ইন করার যেখান থেকে আপনি সাধারণত লগ ইন করে থাকেন। সম্ভব হলে একই ব্রাউজার ব্যবহার করে দেখুন।

আপনার ডিভাইসে আপনি চেষ্টা করুন সেই জায়গা থেকেই লগ ইন করার যেখান থেকে আপনি সাধারণত লগ ইন করে থাকেন। সম্ভব হলে একই ব্রাউজার ব্যবহার করে দেখুন।

6 / 9
এগুলোতে কাজ না হলে, গুগলের সাজেস্ট করা উপায়গুলো চেষ্টা করে দেখুন।

এগুলোতে কাজ না হলে, গুগলের সাজেস্ট করা উপায়গুলো চেষ্টা করে দেখুন।

7 / 9
যে যে সিকিউরিটি প্রশ্নগুলো আসবে সেগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন।

যে যে সিকিউরিটি প্রশ্নগুলো আসবে সেগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন।

8 / 9
আপনার পুরনো পাসওয়ার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকোভারির সময় এটা খুব কাজে আসে। তাই, চেষ্টা করুন পাসওয়ার্ড একটা নির্দিষ্ট জায়গায় লিখে রাখার।

আপনার পুরনো পাসওয়ার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকোভারির সময় এটা খুব কাজে আসে। তাই, চেষ্টা করুন পাসওয়ার্ড একটা নির্দিষ্ট জায়গায় লিখে রাখার।

9 / 9
রিকোভারির সময় গুগল জানতে চাইতে পারে আপনি কোন সময়ে আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন। সেক্ষেত্রে একদম সঠিক না হলেও, আশেপাশের একটা সময় আপনাকে দিতে হবে।

রিকোভারির সময় গুগল জানতে চাইতে পারে আপনি কোন সময়ে আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন। সেক্ষেত্রে একদম সঠিক না হলেও, আশেপাশের একটা সময় আপনাকে দিতে হবে।

Next Photo Gallery