TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 11, 2023 | 2:30 PM
সাদা জামা কাপড় সকলের প্রিয় হলেও এটি তাড়াতাড়ি ময়লা হয়। এবং সেই সঙ্গেই তাড়াতাড়ি ঔজ্জ্বল্য হারায়।
লন্ড্রি ছাড়াই বাড়িতে ওয়াশিং মেশিনে সাদা জামা কেঁচে নতুনের মতো ধবধবে করা যায় তা জানেন কি? তার জন্য কী করবেন জেনে নিন...
প্রথমে সাদা জামাটিকে ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে ভাল করে ধুয়ে নিন। পরিস্কার করে ধোবেন।
এরপর ওয়াশিং মেশিনে জল দিয়ে কয়েক ফোঁটা উজালা দিন। জলটিকে মেশিনে একটু ঘুরিয়ে নিন।
কেঁচে রাখা সাদা জামাটিকে এ বার ওই জলের মধ্যে কয়েক মিনিট ডুবিয়ে রাখুন।
অন্তত ২ মিনিট ওয়াশিং মেশিনটিকে ঘুরিয়ে নিন।
এ বার ওয়াশিং মেশিন থেকে এটিকে বের করে ভাল ভাবে রোদে শুকিয়ে নিন। আপনার সাদা জামা আগের ঔজ্জ্বলতা ফিরে পেতে বাধ্য।