
সবুজ শাক: সবুজ শাকের মধ্যে ভিটামিন বি, বি৯ এবং ফোলেটের মত পুষ্টি হয়েছে যা স্মৃতি শক্তি উন্নত করতে সাহায্য করে।

বেরি: ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরির মত বেরিতে ফ্লাভনয়েড রয়েছে যা মস্তিষ্ককে মুক্ত র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে এবং অ্যালজাইমারের সমস্যাকে প্রতিরোধ করে।

মশলা: জিরে ও দারুচিনির মত মশলা গুলি মস্তিষ্কের স্বাস্থ্য ও স্মৃতি শক্তিকে উন্নত করতে সাহায্য করে।

বাদাম: বাদামের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন বি ও ই, ম্যাগনেসিয়াম রয়েছে যা ডিমেনশিয়ার সমস্যাকে প্রতিরোধ করতে সক্ষম।

বীজ: ফ্ল্যাক্স সিড থেকে শুরু করে সূর্যমুখীর বীজ এবং তিসি, কুমড়ো ও তিলের বীজের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এবং অ্যালজাইমারের সমস্যাকে প্রতিরোধ করে।

অলিভ অয়েল ও মাছ: এই দুটি উপাদানই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং ডিমেনশিয়া ও অ্যালজাইমারের সমস্যার ওপর প্রভাব ফেলতে সহায়ক।

সবজি: কপি জাতীয় সবজি গুলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে সামগ্রিক মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব ফেলে।