
এখনও পর্যন্ত ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি (৪৪) রয়েছে ব্রাজিলের(Brazil) দানি আলভেসের। সম্প্রতি ধর্ষণের মামলায় অভিযুক্ত বার্সেলোনার এই প্রাক্তন ডিফেন্ডার। ছবি: টুইটার

আলভেসের পরে এই তালিকায় রয়েছে আর্জেন্টাইন তারকা মেসির নাম। দেশ ও ক্লাবের হয়ে ৪১ টি ট্রফি জিতেছেন মেসি। তাঁর উজ্জ্বল কেরিয়ারে অধরা ছিল বিশ্বকাপের সোনার ট্রফিটিই। কাতার বিশ্বকাপে সেটিকেও নিজের করে নিয়েছেন। ছবি: টুইটার

মিশরের ৩৬ বছরের মিডফিল্ডার হোসাম আসউরের বর্ণময় কেরিয়ারে রয়েছে ৩৯টি ট্রফির রেকর্ড। তাঁর পায়ের জাদু মুগ্ধ করে ফুটবল অনুরাগীদের। ছবি: টুইটার

স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ঝুলিতে রয়েছে ৩৭টি ট্রফি। মাত্র ২৬ বছর বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন এই ফুটবলার। বার্সেলোনায় বহু ট্রফি জিতেছেন। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইনিয়েস্তার। ছবি: টুইটার

ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ম্যাক্সওয়েলও ৩৭টি ট্রফির রেকর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ইনিয়েস্তার সঙ্গে। ছবি: টুইটার

৩৭টি ট্রফির রেকর্ড রয়েছে আরও এক ফুটবলারের। জেরার্ড পিকে। বার্সেলোনা এবং স্পেনের প্রাক্তন সেন্টারব্যাক। পপ তারকা শাকিরার প্রাক্তন স্বামীও তিনি। ছবি: টুইটার

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসের ৩৬টি ট্রফির রেকর্ড রয়েছে। ওয়েলস জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বেও ছিলেন। ছবি: টুইটার

স্কটল্যান্ডের প্রাক্তন ফুটবলার ও কোচ কেনি ডালগ্লিসের উজ্জ্বল কেরিয়ারে রয়েছে ৩৫টি ট্রফির রেকর্ড। ছবি: টুইটার

প্রাক্তন পর্তুগিজ তারকা গোলকিপার ভিটর বাইয়া তাঁর ফুটবল জীবনে কম সাফল্য পাননি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৪টি ট্রফির রেকর্ড। ছবি: টুইটার

বাইয়ার সঙ্গে ৩৪ টি ট্রফি নিয়ে একই জায়গায় রয়েছেন আর এক পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়ে তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিট। ছবি: টুইটার