জন্টি রোডস - দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জন্টি রোডস (Jonty Rhodes) ভারতকে ভালোবেসে তাঁর কন্যার নাম রাখেন ইন্ডিয়া জিন রোডস (India Jeanne Rhodes)। ভারতে এসে এই দেশের ঐতিহ্য, সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন জন্টি। তিনি নিয়মিত ভারতে যাতায়াত করেন।
ব্রেট লি - গত ২৫ বছর ধরে ভারতে নিয়মিত যাতায়াত করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি (Brett Lee)। তিনি মুম্বইকে তাঁর দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। মুম্বইয়ের খাবার, সংস্কৃতি, সেখানকার দর্শকদের ক্রিকেটপ্রেম এই সবকিছুই বার বার লি-কে টানে মুম্বইতে।
ম্যাথু হেডেন - প্রাক্তন অজি তারকা ক্রিকেটার ম্যাথু হেডেনের (Matthew Hayden) ভারতের প্রতি একটা আলাদা টান রয়েছে। তিন বছর ধরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলার সুবাদে ভারতের প্রতি টান বাড়ে হেডেনের। চেন্নাইকে তিনি নিজের দ্বিতীয় বাড়ির মতো ভাবেন।
ক্রিস গেইল - ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle)-এর ভারতপ্রেম কারও অজানা নয়। তিনি সুযোগ পেলেই হিন্দিতে কথা বলার চেষ্টা করেন। স্বামী বিবেকানন্দের বইও তিনি পড়েছেন। ৭৩তম প্রজাতন্ত্র দিবসে ক্যারিবিয়ান তারকা গেইলকে শুভেচ্ছাবার্তা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন।
এবি ডে ভিলিয়ার্স - ২০০৮ সাল থেকে আইপিএলে খেলেছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স (Ab de Villiers)। ২০১২ সালে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি যা ভারতে অবস্থিত, তাজমহলের সামনে প্রেমিকা ড্যানিয়েলে স্টুয়ার্টকে প্রপোজ করেছিলেন এবিডি। ভারতেও বিশাল পরিমানে সমর্থক রয়েছে এবিডির। এবং ভারতের প্রতি তাঁর ভালোবাসাও অটুট।