Sourav Ganguly’s Birthday: সৌরভের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ভাসল সচিন-সেওয়াগদের শুভেচ্ছাবার্তায়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 08, 2021 | 4:40 PM

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিনে (Birthday) সোশ্যাল মিডিয়া (Social Media) ভাসল সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) শুভেচ্ছাবার্তায়। একঝলকে দেখে নিন মহারাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে কী লিখলেন যুবি-ভাজ্জিরা...

1 / 7
সচিন তেন্ডুলকর টুইটারে লেখেন, "আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।"

সচিন তেন্ডুলকর টুইটারে লেখেন, "আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।"

2 / 7
ভিভিএস লক্ষণ শুভেচ্ছা বার্তায় লেখেন, "জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার জীবন আনন্দে ভরে উঠুক। আপনার বছরটি দুর্দান্ত কাটুক এই কামনা করি।"

ভিভিএস লক্ষণ শুভেচ্ছা বার্তায় লেখেন, "জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার জীবন আনন্দে ভরে উঠুক। আপনার বছরটি দুর্দান্ত কাটুক এই কামনা করি।"

3 / 7
হরভজন সিং টুইটারে লেখেন, "শুভ জন্মদিন আমার অধিনায়ক। সবসময় তোমাকে ভালোবাসি।"

হরভজন সিং টুইটারে লেখেন, "শুভ জন্মদিন আমার অধিনায়ক। সবসময় তোমাকে ভালোবাসি।"

4 / 7
মহম্মদ কাইফ শুভেচ্ছা বার্তায় লেখেন, "দাদা যখন মাঠে নিয়ে গিয়েছিল তখন একটা আলাদা অনুভূতি হয়েছিল। শুভ জন্মদিন ক্যাপ্টেন। ভালো করলে যেভাবে সমর্থন করতে খারাপ করলেও সেভাবে পাশে দাঁড়াতে। তোমার হাত কখনও সরে যায়নি আমার কাঁধ থেকে। তুমি জন্ম নিয়েছ নেতা হয়েই। শুভ জন্মদিন।"

মহম্মদ কাইফ শুভেচ্ছা বার্তায় লেখেন, "দাদা যখন মাঠে নিয়ে গিয়েছিল তখন একটা আলাদা অনুভূতি হয়েছিল। শুভ জন্মদিন ক্যাপ্টেন। ভালো করলে যেভাবে সমর্থন করতে খারাপ করলেও সেভাবে পাশে দাঁড়াতে। তোমার হাত কখনও সরে যায়নি আমার কাঁধ থেকে। তুমি জন্ম নিয়েছ নেতা হয়েই। শুভ জন্মদিন।"

5 / 7
বীরেন্দ্র সেওয়াগ টুইটারে লেখেন, "তুমি সবসময় সুস্থ্য সবল থাকো দাদা। শুভ জন্মদিন।"

বীরেন্দ্র সেওয়াগ টুইটারে লেখেন, "তুমি সবসময় সুস্থ্য সবল থাকো দাদা। শুভ জন্মদিন।"

6 / 7
ওয়াসিম জাফর লেখেন, "ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অন্ধকার সময়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং ভারতীয় ক্রিকেটকে নতুন ভোরের দিকে নিয়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের সফল নেতাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।"

ওয়াসিম জাফর লেখেন, "ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অন্ধকার সময়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং ভারতীয় ক্রিকেটকে নতুন ভোরের দিকে নিয়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের সফল নেতাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।"

7 / 7
যুবরাজ সিং লেখেন, "শুভ জন্মদিন দাদি। ঈশ্বরের কাছে তোমার সুখ ও ভালো স্বাস্থ্যের কামনা করি।" অজিঙ্কা রাহানে লেখেন, "শুভ জন্মদিন দাদা! ভারতীয় ক্রিকেটে প্রথমে অধিনায়ক হিসেবে এবং তারপরে প্রশাসক হিসেবে আপনার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সামনের বছরের জন্য আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি!"

যুবরাজ সিং লেখেন, "শুভ জন্মদিন দাদি। ঈশ্বরের কাছে তোমার সুখ ও ভালো স্বাস্থ্যের কামনা করি।" অজিঙ্কা রাহানে লেখেন, "শুভ জন্মদিন দাদা! ভারতীয় ক্রিকেটে প্রথমে অধিনায়ক হিসেবে এবং তারপরে প্রশাসক হিসেবে আপনার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সামনের বছরের জন্য আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি!"

Next Photo Gallery