জনজাতির অনুরোধেই সায়, অসমের জাতীয় উদ্যান থেকেও বাদ পড়ল রাজীব গান্ধীর নাম!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 02, 2021 | 9:41 AM

ব্রহ্মপুত্র নদীর উত্তর পাড়ে অবস্থিত এই জাতীয় উদ্যানেই দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে।

1 / 7
গুয়াহাটি: খেল রত্নের পর এ বার জাতীয় উদ্যান থেকেও সরল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম। বুধবারই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান যে, অসম মন্ত্রিসভায় রাজীব গান্ধী জাতীয় উদ্যানের (Rajiv Gandhi National Park) নাম পরিবর্তন করে ওরাং জাতীয় উদ্যান করার প্রস্তাবনা পাশ করা হয়েছে।

গুয়াহাটি: খেল রত্নের পর এ বার জাতীয় উদ্যান থেকেও সরল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম। বুধবারই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান যে, অসম মন্ত্রিসভায় রাজীব গান্ধী জাতীয় উদ্যানের (Rajiv Gandhi National Park) নাম পরিবর্তন করে ওরাং জাতীয় উদ্যান করার প্রস্তাবনা পাশ করা হয়েছে।

2 / 7
গত ৬ অগস্টই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেন দেশবাসীর অনুরোধেই “রাজীব গান্ধী খেল রত্ন” পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যাণচাঁদ খেলরত্ন পুরস্কার করা হচ্ছে। মেজর ধ্যানচাঁদ দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

গত ৬ অগস্টই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেন দেশবাসীর অনুরোধেই “রাজীব গান্ধী খেল রত্ন” পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যাণচাঁদ খেলরত্ন পুরস্কার করা হচ্ছে। মেজর ধ্যানচাঁদ দেশের জন্য গর্ব ও সম্মান এনে দিয়েছিলেন। ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান তাই ওনার নামেই করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

3 / 7
কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করা হলেও একমাস কাটতে না কাটতেই এ বার অসমের মুখ্যমন্ত্রীও জাতীয় উদ্যান থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানান, একাধিক সংস্থা ও সংগঠন এবং ওরাং জনজাতি রাজ্য সরকারের কাছে ওই জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করার আবেদন জানিয়েছিলেন। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করা হলেও একমাস কাটতে না কাটতেই এ বার অসমের মুখ্যমন্ত্রীও জাতীয় উদ্যান থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানান, একাধিক সংস্থা ও সংগঠন এবং ওরাং জনজাতি রাজ্য সরকারের কাছে ওই জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করার আবেদন জানিয়েছিলেন। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

4 / 7
ব্রহ্মপুত্র নদীর উত্তর পাড়ে অবস্থিত এই জাতীয় উদ্যানেই দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে।

ব্রহ্মপুত্র নদীর উত্তর পাড়ে অবস্থিত এই জাতীয় উদ্যানেই দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে।

5 / 7
 দারাং, ইদালগুড়ি ও সোনিতপুর জেলা জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানে বাঘ ছাড়াও গণ্ডার, বুনো শূকর, বুনো হাতি ও বুনো মোষ দেখতে পাওয়া যায়।

দারাং, ইদালগুড়ি ও সোনিতপুর জেলা জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানে বাঘ ছাড়াও গণ্ডার, বুনো শূকর, বুনো হাতি ও বুনো মোষ দেখতে পাওয়া যায়।

6 / 7
৭৯.২৮ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই উদ্যানটিকে ১৯৮৫ সালে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। পরে ১৯৯৯ সালে এটিকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়।

৭৯.২৮ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই উদ্যানটিকে ১৯৮৫ সালে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। পরে ১৯৯৯ সালে এটিকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়।

7 / 7
১৯৯২ সালেই ওরাং অভয়ারণ্যের নাম রাজীব গান্ধীর নামে পরিবর্তন করা হয়। ২০০১ সালে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করে রাখে রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান। এ বার সেই নাম থেকেই রাজীব গান্ধী নাম বাদ পড়ল।

১৯৯২ সালেই ওরাং অভয়ারণ্যের নাম রাজীব গান্ধীর নামে পরিবর্তন করা হয়। ২০০১ সালে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করে রাখে রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান। এ বার সেই নাম থেকেই রাজীব গান্ধী নাম বাদ পড়ল।

Next Photo Gallery