UEFA Women’s EURO Cup 2022: হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেসের, বড় জয় ফ্রান্সের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 11, 2022 | 1:19 PM
মেয়েদের ইউরো কাপের গ্রুপ-ডি-র ম্যাচে নিউ ইয়র্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইতালি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেস গেওরোর। ৫-১ গোলে ইতালিকে হারিয়েছে ফ্রান্স। মেয়েদের ইউরো কাপের ইতিহাসে প্রথমার্ধেই ৫টি গোল করা প্রথম দল ফ্রান্স। ম্যাচের শেষের দিকে ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা পিমোন্ট।
1 / 5
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup 2022) গ্রুপ-ডি-র ম্যাচে নিউ ইয়র্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইতালি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেস গেওরোর। ৫-১ গোলে ইতালিকে হারিয়েছে ফ্রান্স। মেয়েদের ইউরো কাপের ইতিহাসে প্রথমার্ধেই ৫টি গোল করা প্রথম দল ফ্রান্স। ম্যাচের শেষের দিকে ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা পিমোন্ট। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)
2 / 5
মেয়েদের ইউরো কাপে হ্যাটট্রিক করা প্রথম ফুটবলার হলেন ফ্রান্সের গ্রেস গেওরো (Grace Geyoro)। ইতালির বিরুদ্ধে গ্রেসের গোল যথাক্রমে ৯, ৪০ ও ৪৫ মিনিটের মাথায়। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)
3 / 5
ম্যাচের ১২ মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন মেরি-অ্যান্টোইনেত্তে কাতোতো (Marie-Antoinette Katoto)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)
4 / 5
ইতালিকে প্রথমার্ধে গোলের কোনও সুযোগই দেননি ফ্রান্সের ফুটবলাররা। ৩৮ মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে তৃতীয় গোল ডেলফাইন ক্যাসকারিনোর (Delphine Cascarino)। ম্যাচের প্রথমার্ধেই ৫টি গোল করে ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)
5 / 5
ম্যাচের শেষের দিকে, ৭৪ মিনিটের মাথায় আরিয়ানা কারউসোর পরিবর্তে নামেন মার্টিনা পিমোন্ট (Martina Piemonte)। মাঠে নামার ঠিক ২ মিনিটের মধ্যে, ৭৬ মিনিটের মাথায় ইতালির হয়ে একমাত্র গোলটি করেন মার্টিনা। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)