
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) সেমিফাইনালে জায়গা করে নেওয়া চতুর্থ দল হল ফ্রান্স (France)। গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে (Netherlands) কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দিল ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। তবে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন ডাচ গোলকিপার ড্যাফনে ভ্যান ডমসেলার (Daphne van Domselaar)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

গোলশূন্য অবস্থায় ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর তিন মিনিট সংযুক্ত সময় দেওয়া হয়। তাতেও স্কোরলাইন গোলশূন্য থাকায় অতিরিক্ত সময় যোগ করা হয়। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

ম্যাচের অতিরিক্ত সময়ে নিউ ইয়র্ক স্টেডিয়ামে ফ্রান্সের হয়ে পেনাল্টি থেকে এক মাত্র গোলটি করেছেন ইভ পেরিসেট (Eve Perisset)। এ বার ২৮ জুলাই জার্মানির বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)