Bangla NewsPhoto gallery France reached their first European Championship semi final after finally breaking the Netherlands’ resistance in extra time
UEFA Women’s EURO Cup 2022: গতবারের চ্যাম্পিয়ন ডাচদের হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মেয়েদের ইউরো কাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া চতুর্থ দল হল ফ্রান্স। গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দিল ফ্রান্স। নিউ ইয়র্ক স্টেডিয়ামে ফ্রান্সের হয়ে এক মাত্র গোলটি করেছেন ইভ পেরিসেট। এ বার ২৮ জুলাই জার্মানির বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স।