Frances Tiafoe: গ্র্যান্ড স্লামের জন্য প্রিয় চকলেট, কুকিজকে ‘গুডবাই’ তিয়াফোর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 09, 2022 | 7:30 AM

ইউ ওপেন অপেক্ষায় তার নতুন নায়কের জন্য। এবারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ের অন্যতম দাবিদার ফ্রান্সেস তিয়াফো। বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে রাফায়েল নাদালকে ছিটকে দিয়েছেন তিনি।

1 / 6
ইউ এস ওপেন অপেক্ষায় তার নতুন নায়কের জন্য। এবারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ের অন্যতম দাবিদার ফ্রান্সেস তিয়াফো। বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে রাফায়েল নাদালকে ছিটকে দিয়েছেন তিনি। (ছবি: টুইটার)

ইউ এস ওপেন অপেক্ষায় তার নতুন নায়কের জন্য। এবারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ের অন্যতম দাবিদার ফ্রান্সেস তিয়াফো। বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে রাফায়েল নাদালকে ছিটকে দিয়েছেন তিনি। (ছবি: টুইটার)

2 / 6
ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন মার্কিন টেনিস তারকা তিয়াফো এবং কার্লোস আলকারাজ গারফিয়া। বর্তমান টেনিস বিশ্বের দুই উঠতি তারকা। (ছবি: টুইটার)

ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন মার্কিন টেনিস তারকা তিয়াফো এবং কার্লোস আলকারাজ গারফিয়া। বর্তমান টেনিস বিশ্বের দুই উঠতি তারকা। (ছবি: টুইটার)

3 / 6
কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের জন্য কোর্টে নিজেকে উজাড় করে দিচ্ছেন তিয়াফো। ছাত্রের অধ্যবসায় সম্পর্কে জানিয়েছেন তিয়াফোর কোচ ওয়েন ফেরেইরা। নিজের খেলোয়াড়ি জীবনে নব্বইয়ের দশকে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকান কোচ।(ছবি: টুইটার)

কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের জন্য কোর্টে নিজেকে উজাড় করে দিচ্ছেন তিয়াফো। ছাত্রের অধ্যবসায় সম্পর্কে জানিয়েছেন তিয়াফোর কোচ ওয়েন ফেরেইরা। নিজের খেলোয়াড়ি জীবনে নব্বইয়ের দশকে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকান কোচ।(ছবি: টুইটার)

4 / 6
তিয়াফোর কোচ জানিয়েছেন, তাঁর প্রতিভাবান ছাত্র ভীষণ খেতে ভালোবাসে। চকোলেট আর কুকিজ দেখলে নিজেকে আটকে রাখতে পারে না। ইউএস ওপেন জয়ের জন্য প্রিয় খাবারগুলিকে আপাতত সরিয়ে রেখেছেন তিয়াফো।(ছবি: টুইটার)

তিয়াফোর কোচ জানিয়েছেন, তাঁর প্রতিভাবান ছাত্র ভীষণ খেতে ভালোবাসে। চকোলেট আর কুকিজ দেখলে নিজেকে আটকে রাখতে পারে না। ইউএস ওপেন জয়ের জন্য প্রিয় খাবারগুলিকে আপাতত সরিয়ে রেখেছেন তিয়াফো।(ছবি: টুইটার)

5 / 6
২০২০ সালে ফ্রান্সেস তিয়াফোর কোচ হন ফেরেইরা। চকোলেট কুকিজের প্রতি শিষ্যের আসক্তি মোটেও পছন্দ হয়নি তাঁর। ব্রেকফাস্ট খেতেন না। যখন তখন মুঠোভর্তি চকোলেট, কুকিজ নিয়ে খেতে বসে পড়তেন।(ছবি: টুইটার)

২০২০ সালে ফ্রান্সেস তিয়াফোর কোচ হন ফেরেইরা। চকোলেট কুকিজের প্রতি শিষ্যের আসক্তি মোটেও পছন্দ হয়নি তাঁর। ব্রেকফাস্ট খেতেন না। যখন তখন মুঠোভর্তি চকোলেট, কুকিজ নিয়ে খেতে বসে পড়তেন।(ছবি: টুইটার)

6 / 6
কোচের কড়া তত্ত্বাবধানে থেকে বদভ্যাস বদলেছে তিয়াফোর। তবে ভালোবাসা কমেনি। ইউএস ওপেন জেতার পর হয়তো বয়ামভর্তি কুকিজ আর চকোলেট নিয়ে বসে পড়বেন। তখন অবশ্য বাধা দেবেন না ওয়েন ফেরেইরা।(ছবি: টুইটার)

কোচের কড়া তত্ত্বাবধানে থেকে বদভ্যাস বদলেছে তিয়াফোর। তবে ভালোবাসা কমেনি। ইউএস ওপেন জেতার পর হয়তো বয়ামভর্তি কুকিজ আর চকোলেট নিয়ে বসে পড়বেন। তখন অবশ্য বাধা দেবেন না ওয়েন ফেরেইরা।(ছবি: টুইটার)

Next Photo Gallery
Alia-Sonam: বেঁটে বলে বিগ বাজেট ছবি হাতছাড়া আলিয়ার, অফার পেতেই লুফে নেন সোনম
ATK Mohun Bagan: এএফসি কাপ ভুলে আইএসএলের প্রস্তুতিতে মোহনবাগান