তিনি সেলিব্রিটি। বিলাসবহুলে জীবনে তিনি অভ্যস্ত হবেন এ স্বাভাবিক। কিন্তু ৪০ কোটির ফ্ল্যাট? অবাক হবেন না, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের প্রভাদেবী আবাসনের দাম এতটাই। আর কী কী মূল্যবান জিনিস রয়েছে তাঁর জিম্মায়? দেখে নিন...
সম্পরতি দীপিকা ও রণবীর আলিবাগে একটি বাংলো কিনেছেন। ৫ বিএইচকে'র এই বাংলোর দাম আনুমানিক ২২ কোটি টাকা। অন্যদিকে মুম্বইয়ের প্রভাদেবী অঞ্চলে তাঁর ফ্ল্যাটটির দাম ৪০ কোটি টাকা। এটি ২৬ তলায় অবস্থিত।
মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলেও দীপিকার একটি সাত কোটির ফ্ল্যাট রয়েছে।
১ কোটি ৬৭ লক্ষ দামের তাঁর কাছে রয়েছে একটি মার্সেডিজ মেব্যাচও।
অডির সাম্রাজ্য রয়েছে তাঁর কাছে। রয়েছে অডি এ৮ ও রয়েছে কিউ৭। যাদের দাম যথাক্রমে ১ কোটি ৫৬ লক্ষ ও ৯৩ কোটি ৩৫ লক্ষ।
রয়েছে একটি বিএমডব্লিউ, যার দাম ৬৪ লক্ষ টাকা।