Deepika Padukone: ৪০ কোটির ফ্ল্যাট, ২ টি অডি… দীপিকার ব্যবহৃত এই ৫ জিনিসের দাম শুনলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 16, 2021 | 2:05 PM

তিনি সেলিব্রিটি। বিলাসবহুলে জীবনে তিনি অভ্যস্ত হবেন এ স্বাভাবিক। কিন্তু ৪০ কোটির ফ্ল্যাট? অবাক হবেন না, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের প্রভাদেবী আবাসনের দাম এতটাই। আর কী কী মূল্যবান জিনিস রয়েছে তাঁর জিম্মায়? দেখে নিন...

1 / 6
তিনি সেলিব্রিটি। বিলাসবহুলে জীবনে তিনি অভ্যস্ত হবেন এ স্বাভাবিক। কিন্তু ৪০ কোটির ফ্ল্যাট? অবাক হবেন না, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের  মুম্বইয়ের প্রভাদেবী আবাসনের দাম এতটাই। আর কী কী মূল্যবান জিনিস রয়েছে তাঁর জিম্মায়? দেখে নিন...

তিনি সেলিব্রিটি। বিলাসবহুলে জীবনে তিনি অভ্যস্ত হবেন এ স্বাভাবিক। কিন্তু ৪০ কোটির ফ্ল্যাট? অবাক হবেন না, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের প্রভাদেবী আবাসনের দাম এতটাই। আর কী কী মূল্যবান জিনিস রয়েছে তাঁর জিম্মায়? দেখে নিন...

2 / 6
সম্পরতি দীপিকা ও রণবীর আলিবাগে একটি বাংলো কিনেছেন। ৫ বিএইচকে'র এই বাংলোর দাম আনুমানিক ২২ কোটি টাকা। অন্যদিকে মুম্বইয়ের প্রভাদেবী অঞ্চলে তাঁর ফ্ল্যাটটির দাম ৪০ কোটি টাকা। এটি ২৬ তলায় অবস্থিত।

সম্পরতি দীপিকা ও রণবীর আলিবাগে একটি বাংলো কিনেছেন। ৫ বিএইচকে'র এই বাংলোর দাম আনুমানিক ২২ কোটি টাকা। অন্যদিকে মুম্বইয়ের প্রভাদেবী অঞ্চলে তাঁর ফ্ল্যাটটির দাম ৪০ কোটি টাকা। এটি ২৬ তলায় অবস্থিত।

3 / 6
 মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলেও দীপিকার একটি সাত কোটির ফ্ল্যাট রয়েছে।

মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলেও দীপিকার একটি সাত কোটির ফ্ল্যাট রয়েছে।

4 / 6
১ কোটি ৬৭ লক্ষ দামের তাঁর কাছে রয়েছে একটি মার্সেডিজ মেব্যাচও।

১ কোটি ৬৭ লক্ষ দামের তাঁর কাছে রয়েছে একটি মার্সেডিজ মেব্যাচও।

5 / 6
অডির সাম্রাজ্য রয়েছে তাঁর কাছে। রয়েছে অডি এ৮ ও রয়েছে কিউ৭। যাদের দাম যথাক্রমে ১ কোটি ৫৬ লক্ষ ও ৯৩ কোটি ৩৫ লক্ষ।

অডির সাম্রাজ্য রয়েছে তাঁর কাছে। রয়েছে অডি এ৮ ও রয়েছে কিউ৭। যাদের দাম যথাক্রমে ১ কোটি ৫৬ লক্ষ ও ৯৩ কোটি ৩৫ লক্ষ।

6 / 6
রয়েছে একটি বিএমডব্লিউ, যার দাম ৬৪ লক্ষ টাকা।

রয়েছে একটি বিএমডব্লিউ, যার দাম ৬৪ লক্ষ টাকা।

Next Photo Gallery
Mahalaya 2021: মহালয়ার দুর্গারা…, কোন কোন অভিনেত্রী রয়েছেন এ বারের তালিকায়?
Lipstick: আপনার লুকের সঙ্গে কোন লিপস্টিকের শেড হবে পারফেক্ট, দেখে নিন এক নজরে!