TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 12, 2022 | 9:38 AM
১২ অগস্ট মুক্তি পেল রক্ষা বন্ধন ছবি। এই ছবির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন, তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে অক্ষয় কুমার যে বিগত কয়েকদিনে তাঁর পারিশ্রমিক বাড়িয়েছিলেন, সে খবর সকলেরই জানা।
এবার অক্ষয় কুমার রক্ষা বন্ধন ছবি করতে চার্জ নিলেন মোট ১১০ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়েছে বি-টাউন সূত্রে। যার ১০ শতাংশও পাননি ছবির বাকি স্টারেরা।
ছবিতে রয়েছেন অভিনেত্রী ভুমি পেডনেকর। তিনি এই ছবিতে অভিনয় বাবদ নিয়েছেন মোট ৪ কোটি টাকা। অক্ষয়ের সঙ্গে টয়লেট ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
সদিয়া খেতাব এই ছবির জন্য পেয়েছেন মোট ৭৫ লাখ টাকা। বিধু বিনোদ চোপড়ার ছবির হাত ধরে যিনি বলিউডের যাত্রা শুরু করেছিলেন। এটা তাঁর দ্বিতীয় বলিউড ছবি।
সহেজমিন কউর, স্মৃতি শ্রীকান্ত ও দীপিকা খান্না এই ছবির জন্য পেয়েছেন মোটের ওপর ৫০ ও ২৫ লাখ টাকা করে। এই তিন অভিনেত্রীই এই ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখলেন।