
বলিউডের অধিকাংশ সুপারস্টারেরই প্রাইভেট জেট রয়েছে। শাহরুখ খান থেকে সলমন খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে সইফ আলি খান, ফ্যামিলি ট্রিপ কিংবা শুটের কাজে ট্রাভেল করার জন্যে অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা প্রাইভেট জেটই ব্যবহার করে থাকেন। জানেন কোন স্টারের কাছে কত কোটি টাকার প্রাইভেট জেট রয়েছে?

শাহরুখ খান: বলিউড বাদশাও নিজের প্রাইভেট জেটেই অধিকাংশ জায়গায় যাতায়াত করে থাকেন। মডেল-- Gulfstream G550। এতে মোটের ওপর ১৯ জন যাত্রী সফর করতে পারেন। দাম ৫২৬ কোটি টাকা।

অমিতাভ বচ্চন: বচ্চন পরিবারের প্রাইভেট জেটের ছবি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে। মডেল-- Bombardier Challenger 300। এতে মোট ১০ জন যাত্রী সফর করতে পারেন। দাম ২৬০ কোটি টাকা।

অক্ষয় কুমার: বলিউড খিলাড়িও রয়েছে ব্যক্তিগত জেট প্লেন। মডেল-- Hawker 800। যদিও তা শাহরুখ কিংবা অমিতাভের জেট প্লেনের থেকে বেশ ছোট। এতে মোটের ওপর ৮ জন যাত্রী সফর করতে পারেন। দাম ১৭১ কোটি টাকা।

সইফ আলি খান: পাতৌদি পরিবারের প্রাইভেট জেট রয়েছে। মডেল Gulfstream G550। দাম ৫২৬ কোটি টাকা। মোট ১৯ জন যাত্রী এতে করে সফর করতে পারবেন। এতে রয়েছে বাড়তি বেশ কিছু পরিসেবা।

হৃত্বিক রোশন: বলিউডের ফাইটার স্টার হৃত্বিক রোশনেরও ব্যক্তিগত জেট রয়েছে। মডেল-- Gulfstream G550। যার দাম ৫২৬ কোটি টাকা। যদিও তিনি এই প্রাইভেট জেট প্লেনটি ব্যবহার করে থাকেন তাঁর ব্যক্তিগত ক্ষেত্রে। পরিবারের সঙ্গে কোথাও যাওয়া কিংবা ছেলেদের দিয়ে ছুটি কাটাতে গেলে হৃত্বিক তা ব্যবহার করে থাকেন।

অজয় দেবগণ: বরাবরই অজয় দেবগণ বিলাসবহুল জীবনযাত্রাই পছন্দ করেন। অজয় দেবগণ বলিউডের প্রথম স্টার যিনি প্রাইভেট জেট কিনেছিলেন। সিক্স স্টার এই জেটের দাম ৮৪ কোটি কাটা।

মাধুরী দীক্ষিত: মাধুরী দীক্ষিতের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। পরিবারের সঙ্গে তিনি এই প্লেনেই যাতায়াত করে থাকেন। মাঝে মধ্যেই পারিবারিক ছুটি কাটানোর নানা মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। ঘুরতে যেতে বেশ পছন্দ করেন মাধুরী ও তাঁর স্বামী ডা. নেনে। তখন তাঁরা এই প্রাইভেট জেটই ব্যবহার করেন।

সলমন খান: সলমন খানেরও প্রাইভেট জেট রয়েছে। তিনি তাতেই ট্রাভেল করতে বেশি পছন্দ করেন। ছবির প্রচার হোক কিংবা শুটিং, সলমন প্রধানত প্রাইভেট জেটেই যাতায়াত করে থাকেন। দাম ৫২৬ কোটি টাকা। মডেল-- Bombardier Challenger 300। এই জেট প্লেন তার বিলাসবহুল কেবিনের জন্যে পরিচিত।