মেড ইন হেভেন, সবুজ মাঠের তারকাদের পারফেক্ট জীবনসঙ্গী

নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। তাঁর আগে হ্যারি ম্যাগুয়ের থেকে থিবো কুর্তোয়ারা পেলেন তাঁদের জন্য 'মেড ফর ইচ আদার'-এর সঙ্গীকে। এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলকিপার জর্ডান পিকফোর্ড সদ্য মলদ্বীপে সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে সারলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে। অন্যদিকে হলিউড ট্রিপে গিয়ে ম্যান ইউ তারকা মার্কাস ব়্যাশফোর্ড ছেলেবেলার বান্ধবী লুসিয়া লোইকে প্রপোজ করেছেন। আসন্ন ফুটবল মরসুমের আগে হ্যারি-থিবোরা হয় বিয়ে সেরে নিচ্ছেন, নয় বান্ধবীদের বিয়ের প্রস্তাব দিচ্ছেন।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 16, 2022 | 8:45 AM

1 / 5
নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। তাঁর আগে হ্যারি ম্যাগুয়ের থেকে থিবো কুর্তোয়ারা পেলেন তাঁদের জন্য 'মেড ফর ইচ আদার'-এর সঙ্গীকে। কিছুদিন আগেই আইনি বিয়ে সেরে নিয়েছিলেন  ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের ও তাঁর ছেলেবেলার বান্ধবী ফ্রেন হকিন্স। এ বার ২৫ জুন ফ্রান্সের রয়্যাল ফ্রেঞ্চ চ্যাপেলে ফ্রেনের সঙ্গে সামাজিক বিয়ে সেরে নিলেন হ্যারি। (ছবি-হ্যারি ম্যাগুয়ের ইন্সটাগ্রাম)

নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। তাঁর আগে হ্যারি ম্যাগুয়ের থেকে থিবো কুর্তোয়ারা পেলেন তাঁদের জন্য 'মেড ফর ইচ আদার'-এর সঙ্গীকে। কিছুদিন আগেই আইনি বিয়ে সেরে নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের ও তাঁর ছেলেবেলার বান্ধবী ফ্রেন হকিন্স। এ বার ২৫ জুন ফ্রান্সের রয়্যাল ফ্রেঞ্চ চ্যাপেলে ফ্রেনের সঙ্গে সামাজিক বিয়ে সেরে নিলেন হ্যারি। (ছবি-হ্যারি ম্যাগুয়ের ইন্সটাগ্রাম)

2 / 5
হলিউড ট্রিপে গিয়ে ম্যান ইউ তারকা মার্কাস ব়্যাশফোর্ড ছেলেবেলার বান্ধবী লুসিয়া লোইকে প্রপোজ করেছেন। ছেলেবেলায়, স্কুলে পড়ার সময় থেকে মার্কাস ও লুসিয়া একে অপরকে চেনেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর মে মাসে লুসিয়াকে রোমান্টিকভাবে বিয়ের প্রস্তাব দেন ব়্যাশফোর্ড। লস অ্যাঞ্জেলিসে যে জায়গায় ব়্যাশফোর্ড তাঁর বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন তার চারিদিকটা সুন্দর সাদা গোলাপ ও মোমবাতি দিয়ে সাজানো ছিল। (ছবি-মার্কাস ব়্যাশফোর্ড ইন্সটাগ্রাম)

হলিউড ট্রিপে গিয়ে ম্যান ইউ তারকা মার্কাস ব়্যাশফোর্ড ছেলেবেলার বান্ধবী লুসিয়া লোইকে প্রপোজ করেছেন। ছেলেবেলায়, স্কুলে পড়ার সময় থেকে মার্কাস ও লুসিয়া একে অপরকে চেনেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর মে মাসে লুসিয়াকে রোমান্টিকভাবে বিয়ের প্রস্তাব দেন ব়্যাশফোর্ড। লস অ্যাঞ্জেলিসে যে জায়গায় ব়্যাশফোর্ড তাঁর বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন তার চারিদিকটা সুন্দর সাদা গোলাপ ও মোমবাতি দিয়ে সাজানো ছিল। (ছবি-মার্কাস ব়্যাশফোর্ড ইন্সটাগ্রাম)

3 / 5
আসন্ন ফুটবল মরসুমের আগে হ্যারি-থিবোরা হয় বিয়ে সেরে নিচ্ছেন, নয় বান্ধবীদের বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলকিপার জর্ডান পিকফোর্ড সদ্য মলদ্বীপে সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে সারলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে। তাঁদের আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছিল। (ছবি-জর্ডান পিকফোর্ড ইন্সটাগ্রাম)

আসন্ন ফুটবল মরসুমের আগে হ্যারি-থিবোরা হয় বিয়ে সেরে নিচ্ছেন, নয় বান্ধবীদের বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলকিপার জর্ডান পিকফোর্ড সদ্য মলদ্বীপে সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে সারলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে। তাঁদের আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছিল। (ছবি-জর্ডান পিকফোর্ড ইন্সটাগ্রাম)

4 / 5
ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার ইল্কে গুন্দোগান ও তাঁর ইতালিয়ান মডেল বান্ধবী সারা চলতি বছরের মে মাসে বিয়ে সেরে নেন। বিয়ের পোশাকে সারাকে অপরূপ সুন্দরী লাগছিল। ডেনমার্কের রেজিস্ট্রি অফিসে সকলের অগোচরে আইনি বিয়ে আগেই সেরে ফেলেছিলেন ইল্কে ও সারা। এরপর পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে তাঁরা সামাজিক বিয়েও সেরে নেন। (ছবি-সারা ইন্সটাগ্রাম)

ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার ইল্কে গুন্দোগান ও তাঁর ইতালিয়ান মডেল বান্ধবী সারা চলতি বছরের মে মাসে বিয়ে সেরে নেন। বিয়ের পোশাকে সারাকে অপরূপ সুন্দরী লাগছিল। ডেনমার্কের রেজিস্ট্রি অফিসে সকলের অগোচরে আইনি বিয়ে আগেই সেরে ফেলেছিলেন ইল্কে ও সারা। এরপর পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে তাঁরা সামাজিক বিয়েও সেরে নেন। (ছবি-সারা ইন্সটাগ্রাম)

5 / 5
ডাচ ডিফেন্ডার নাথান আকে ও জুয়েলারি ডিজাইনার কেলি ২০২০ সালে এনগেজমেন্ট সেরেছিলেন। জুন মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন ভার্জিল ভ্যান, ডনি ভ্যান, জর্জিনহোরা। (ছবি-নাথান আকে ইন্সটাগ্রাম)

ডাচ ডিফেন্ডার নাথান আকে ও জুয়েলারি ডিজাইনার কেলি ২০২০ সালে এনগেজমেন্ট সেরেছিলেন। জুন মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন ভার্জিল ভ্যান, ডনি ভ্যান, জর্জিনহোরা। (ছবি-নাথান আকে ইন্সটাগ্রাম)