TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 04, 2023 | 1:30 PM
এমন অনেক সেলেব আছেন, যাঁরা ভালবাসায় সম্পর্ককে বেঁধে রাখতে পছন্দ করেন। স্বামীর পরকীয়াও তাঁর ক্ষমা করতে পিছপা হন না তাঁরা। যার জেরে সংসার টিকে গিয়েছে বা যাচ্ছে শেষ পর্যন্তই। আর এই দ্বিতীয় সুযোগ দেওয়ার তালিকায় যারা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম...
নীতু কাপুর- নীতু কাপুর, ঋষি কাপুরের সঙ্গে বিয়ে করেছিলেন, তবে ঋষির জীবনে যে সম্পর্কের হাতছানি আসেনি এমনটা নয়। যদিও স্বামীকে দ্বিতীয় সুযোগ দিয়ে ঘর করেছিলেন তিনি।
গৌরী খান- শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের কথা জানার পরও গৌরী খান সম্পর্ক ছেড়ে যাননি। আজও শাহরুখের সঙ্গে ঘর করছেন তিনি।
জয়া বচ্চন- জয়া বচ্চন অন্যতম উদাহরণ। অমিতাভ বচ্চনের জীবনে রেখার সম্পর্কের হাতছানি থাকলেও জয়া তাঁকে ফিরিয়ে আনেন।
কৃষ্ণা কাপুর- রাজ কাপুরের জীবনে মহিলার অভাব ছিল না। সবটা জেনেও কৃষ্ণা কাপুর ছেড়ে যাননি কোনও দিনও রাজ কাপুরকে।
পুণম সিনহা- পুণম বিয়ে করেছিলেন শত্রঘ্ন সিনহাকে। তবে একাধিক সম্পর্কের হাতছানি পেয়েছিলেন অভিনেতা। জেনেও সম্পর্কে থাকেন পুণম।
যোগিতা বালি- কিশোর কুমারের সঙ্গে বিচ্ছেদের পর মিঠুন চক্রবর্তীতে বিয়ে করেছিলেন যোগিতা। তবে শ্রীদেবীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথা জেনেও সম্পর্কে ছিলেন যোগিতা বালি।
যদিও এই সকল জুটির মধ্যে সর্বাধিক চর্চিত অমিতাভ জয়ার সম্পর্ক। কারণ রেখার সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা সকলের নজরে বারে বারে উঠে এসেছে।