Bollywood: এপিসোড প্রতি কত টাকা নেন সুনীল-কপিলরা? শুনলে চমকে উঠবেন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 19, 2021 | 11:27 AM

এক এক জনের এপিসোড প্রতি পারিশ্রমিক আপনার সারাজীবনের আয়ের থেকেও বেশি। তালিকায় রয়েছেন কপিল শর্মা, সুনীল গ্রোভার সহ অনেকেই। কত টাকা রোজাগার করেন তাঁরা? দেখে নিন এক ঝলকে...

1 / 6
টেলিভিশন দুনিয়ায় বহু আগেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন তাঁরা। এক বাক্যে তাঁদের চেনেন সবাই। বড় পর্দাতেও অভিষেক ঘটেছে কারও কারও। এরা কেউ অভিনেতা আবার কেউ বা সঞ্চালক। তাঁদের এক এক জনের এপিসোড প্রতি পারিশ্রমিক আপনার সারাজীবনের আয়ের থেকেও বেশি। তালিকায় রয়েছেন কপিল শর্মা, সুনীল গ্রোভার সহ অনেকেই। কত টাকা রোজাগার করেন তাঁরা? দেখে নিন এক ঝলকে...

টেলিভিশন দুনিয়ায় বহু আগেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন তাঁরা। এক বাক্যে তাঁদের চেনেন সবাই। বড় পর্দাতেও অভিষেক ঘটেছে কারও কারও। এরা কেউ অভিনেতা আবার কেউ বা সঞ্চালক। তাঁদের এক এক জনের এপিসোড প্রতি পারিশ্রমিক আপনার সারাজীবনের আয়ের থেকেও বেশি। তালিকায় রয়েছেন কপিল শর্মা, সুনীল গ্রোভার সহ অনেকেই। কত টাকা রোজাগার করেন তাঁরা? দেখে নিন এক ঝলকে...

2 / 6
ছোট পর্দার মহাদেব মোহিত রায়না এপিসোড প্রতি পারিশ্রমিক নেন এক থেকে দুই লক্ষ টাকা।

ছোট পর্দার মহাদেব মোহিত রায়না এপিসোড প্রতি পারিশ্রমিক নেন এক থেকে দুই লক্ষ টাকা।

3 / 6
এপিসোড প্রতি এক থেকে দেড় লক্ষ উপার্জন দিব্যাঙ্কা ত্রিপাঠির। টেলি দুনিয়ার তিনি অতিপরিচিত মুখ।

এপিসোড প্রতি এক থেকে দেড় লক্ষ উপার্জন দিব্যাঙ্কা ত্রিপাঠির। টেলি দুনিয়ার তিনি অতিপরিচিত মুখ।

4 / 6
সিদ্ধার্থ শুক্লার সঙ্গে এক ওয়েব সিরিজে কাজ করার কথা ছিল জেনিফার উইঙ্গেটের। তা আর হয়ে ওঠেনি। সুদর্শনা এই অভিনেত্রী এপিসোড প্রতি আয় করেন এক থেকে দেড় লক্ষ টাকা।

সিদ্ধার্থ শুক্লার সঙ্গে এক ওয়েব সিরিজে কাজ করার কথা ছিল জেনিফার উইঙ্গেটের। তা আর হয়ে ওঠেনি। সুদর্শনা এই অভিনেত্রী এপিসোড প্রতি আয় করেন এক থেকে দেড় লক্ষ টাকা।

5 / 6
টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ কপিল শর্মা। তাঁর এপিসোড প্রতি আয় শুনলে চোখ কপালে উঠবে আপনার। এপিসোড প্রতি কপিল নেন ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।

টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ কপিল শর্মা। তাঁর এপিসোড প্রতি আয় শুনলে চোখ কপালে উঠবে আপনার। এপিসোড প্রতি কপিল নেন ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।

6 / 6
কপিলের মতো অত না হলেও পিছিয়ে নেই সুনীল গ্রোভারও। সূত্র বলছে এপিসোড প্রতি নাকি এই মুহূর্তে সুনীল নিচ্ছেন কমপক্ষে ১০ লক্ষ টাকা। কোনও কোনও সময় তা পৌঁছে যায় ২০ লক্ষতেও।

কপিলের মতো অত না হলেও পিছিয়ে নেই সুনীল গ্রোভারও। সূত্র বলছে এপিসোড প্রতি নাকি এই মুহূর্তে সুনীল নিচ্ছেন কমপক্ষে ১০ লক্ষ টাকা। কোনও কোনও সময় তা পৌঁছে যায় ২০ লক্ষতেও।

Next Photo Gallery