
প্রভাসকে বড়পর্দায় রামরূপে দেখতে অধীর আগ্রহে রয়েছেন ভক্তকুল। এই বছর ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। আমির খানের ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে না যাওয়ার জন্যই পিছিয়েছে এই ছবির মুক্তির তারিখ। ১২ জানুয়ারি সীতা কৃতী শ্যানন, রাবণ সইফ আলি খান, লক্ষণ সানি সিংকে নিয়ে রাম প্রভাস আসছেন পর্দায়।

প্রায় বছর চার পর মুক্তি পাবে বলিউড বাদশা শাহরুখ খানের ছবি ‘পাঠান’। শাহরুখের পাশাপাশি ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজক আদিত্য চোপড়াও তাকিয়ে আছেন এই ছবির দিকে। ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন মুক্তি পাবে ‘পাঠান’।

করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে ভ্যালেন্টাইনস ডে-তে। আলিয়া ভাট এবং রণবীর কাপুর ছবিতে রকি এবং রানি। তাঁদের সঙ্গে ধর্মেন্দ্র এবং শাবানা আজমিও রয়েছেন ছবিতে। সূত্রের খবর করণের প্রিয় দুই বন্ধু কাজল-শাহরুখ জুটিকে একটি গানে পাওয়া যেতে পারে।

সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার ৩’ মুক্তি পাবে ঈদের সময়। অর্থাৎ ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি। ক্যাটরিনার ভিকি কৌশলের সঙ্গে বিয়ের কারণে ছবির শুটিং পিছিয়েছিল। আর সলমন মানেই ঈদ। তাই তিনি এই সময়টাকেই বেছে নিয়েছেন তাঁর এবং ক্যাটরিনার অনস্ক্রিন রসায়নকে ভক্তকুলের কাছে তুলে ধরতে।

দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ খান ‘জাওয়ান’ ছবিতে। এই ছবিতে তাঁর লুক সদ্য মুক্তি পেয়েছে। ব্যান্ডেজে মোড়া এই লুক বলে দিচ্ছে তিনি এই ছবিতেও পুরো অ্যাকশন মুডে আসবেন। প্রথমবার দক্ষিণের নায়িকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ২ জুন মুক্তি পাবে এই ছবি।

প্রথমবার দক্ষিণের নায়িকা রশ্মিকা মনদানার সঙ্গে জুটিতে ছবি করছেন রণবীর কাপুর। ‘কবীর সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি পরিচালিত ছবি ‘অ্যানিমেল’ মুক্তি পাবে ১১ অগস্ট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এই ছবিতে রণবীরকে দুই রকম লুকে পাওয়া যাবে।

হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকোন প্রথমবার জুটি রূপে পর্দায় আসতে চলেছেন ‘ফাইটার’ ছবিতে। প্রথমে ঠিক ছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। কিন্তু একই দিনে পরিচালক এবং নায়িকার আর একটি ছবি ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। তাই তারিখ নিয়ে যাতে গন্ডোগোল না হয়, সেই কারণে ছবি মুক্তি পিছিয়ে করা হয় ২৮ সেপ্টেম্বর।

চার বছরের খিদে পূরণ হবে বছর শেষে ‘ডানকি’ ছবি দিয়ে শাহরুখের। রাজ কুমার হিরানী পরিচালিত এই ছবিতে শাহরখ খানের সঙ্গে রয়েছেন তাপসী পান্নু। সূ্ত্রের খবর কাজল এবং বিদ্যা বালনকে পাওয়া যাবে এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে।