TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Feb 01, 2023 | 9:14 AM
সময়ের সঙ্গে সঙ্গে, অনেক ভারতীয় সেলিব্রিটিরা দুর্দান্ত ডিজাইনার পোশাক পরে তাক লাগিয়ে দেন। ফ্যানদের কাছে আকর্ষণীয় তো বটেই, আন্তর্জাতিক মহলেও চমক তৈরি করে। সেলেব ফ্যানরা সর্বদা সেলিব্রিটিদের ডিজাইনার ফ্যাশনেবল পোশাক দেখার জন্য মুখিয়ে থাকেন।
শুধু বলিউডের নাম নয়, আপনি কি জানেন যে হলিউডের অনেক সেলেব্রিটি রয়েছে, যারা ভারতীয় ডিজাইনার পোশাকের প্রেমে পড়ে গিয়েছেন। এমনকি রেড কার্পেট থেকে সিনেমার পর্দায় হলিউডের জনপ্রিয় সেলেব্রিটিরা ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের পোশাক পড়তে আগ্রহী ও পছন্দ করেন।
বিয়ন্স নোলস: মার্কিন জনপ্রিয় গায়িকা বেয়ন্স নোলসকে একাধিক অনুষ্ঠানে ভারতীয় ডিজাইনার পোশাক পরতে দেখা গিয়েছে। তবে সবচেয়ে ভাইরাল হয়েছিল যখন তাকে আবু জানি সন্দীপ খোসলার একটি পোশাক পরতে দেখা গিয়েছিল। ২০১৮ সালে অম্বানির মেয়ের বিয়েতে ভারতীয় ডিজাইনারের পোশাক বেছে নিয়েছিলেন।
জেনিফার লোপেজ: বিভিন্ন কনসার্ট ও র্যাম্পে ভারতীয় ডিজাইনারের পোশাকে সেজেছিলেন হলিউডের অভিনেত্রী জেনিফার লোপেজ। ২০১৩সালে লন্ডনে তার 'চাইম ফর চেঞ্জ: দ্য সাউন্ড অফ চেঞ্জ' লাইভ কনসার্টের জন্য ফাল্গুনী ও শেন পিককের একটি আইকনিক বডিস্যুট পরে সবার নজর কেড়েছিলেন।
জেনিফার অ্যানিস্টন: আমেরিকান অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন তার আসন্ন সিনেমা 'মার্ডার মিস্ট্রি 2'-এর ট্রেলার লঞ্চে মনীশ মালহোত্রার পোশাক পরে ফ্যানদের নজর কেড়েছেন।
প্যারিস হিলটন: হলিউড অন্যতম স্টার প্যারিস হিলটনকে সবসময়ই আলাদা ফ্যাশনেবল পোশাকে দেখা যায়। ২০১৩ সালে কানে অ্যামফার (দ্য আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ) সিনেমা এগেইনস্ট এইডস গালা-তে ফাল্গুনী এবং শেন পিককের ডিজাইনের একটি সত্যিই সুন্দর বেবি-পিঙ্ক ফ্লোর লেংথ গাউন পরতে দেখা গিয়েছিল।
ট্যান ফ্রান্স: ট্যান ফ্রান্স ৭১তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে তাহিলিয়ানি শেরওয়ানি পরে ভারতীয় ডিজাইনারদের সমর্থন করেছিলেন এই তরুণ তুর্কি।
রিহানা: বিশ্বব্যাপী ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মার্কিন গায়িকা রিহানা। তিনি মনীশ অরোরার বসন্ত ২০১০ কালেকশনের একটি দুরন্ত কালো বডিস্যুট পরেছিলেন।