Skin Care Tips: এই ফলের রসেই ঝকঝক করবে মুখ, ফেটে পড়বে গ্ল্যামার

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Apr 03, 2023 | 11:32 AM

Fruit Juice: ফলের রস দিয়েই করুন রূপচর্চা। ত্বক থাকবে তরতাজা

1 / 8
ত্বকের যত্ন নিতে আমরা কত কিছুই না করি। রোজ ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়া, রান্নাঘরের কিছু উপাদান বেটে মুখে লাগানো, ফেশিয়াল- মুখের যত্ন নিতে চেষ্টার কোনও অন্ত থাকে না।

ত্বকের যত্ন নিতে আমরা কত কিছুই না করি। রোজ ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়া, রান্নাঘরের কিছু উপাদান বেটে মুখে লাগানো, ফেশিয়াল- মুখের যত্ন নিতে চেষ্টার কোনও অন্ত থাকে না।

2 / 8
তবে প্রাকৃতিক উপাদানে ত্বক যত ভাল থাকে তা কোনও রকম কেমিক্যালের গুণে কিন্তু থাকে না। অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করলে ত্বক রুক্ষ্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

তবে প্রাকৃতিক উপাদানে ত্বক যত ভাল থাকে তা কোনও রকম কেমিক্যালের গুণে কিন্তু থাকে না। অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করলে ত্বক রুক্ষ্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

3 / 8
পাতিলেবু রোজকার রূপচর্চায় ব্যবহার করা হয়। আর পাতিলেবুর রস মুখের জন্য খুব ভাল। রোজ বেসনের সঙ্গে মিশিয়ে মাখতে পারলে মুখ চকচকে থাকে। এছাড়াও রোজ লেবুর জল খেতে পারেন।

পাতিলেবু রোজকার রূপচর্চায় ব্যবহার করা হয়। আর পাতিলেবুর রস মুখের জন্য খুব ভাল। রোজ বেসনের সঙ্গে মিশিয়ে মাখতে পারলে মুখ চকচকে থাকে। এছাড়াও রোজ লেবুর জল খেতে পারেন।

4 / 8
ত্বকের যত্ন নিতে ভাল কাজ করে মুসাম্বির রস। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড। মুসাম্বি থেকে রস বের করে নিন। এবার তা তুলোর সাহায্যে মুখে লাগিয়ে নিন।

ত্বকের যত্ন নিতে ভাল কাজ করে মুসাম্বির রস। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড। মুসাম্বি থেকে রস বের করে নিন। এবার তা তুলোর সাহায্যে মুখে লাগিয়ে নিন।

5 / 8
কমালেবুর রস যেমন শরীরের জন্য ভাল তেমনই ত্বকের জন্যেও উপকারী। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আর তাই নিয়মিত ভাবে এই কমলালেবুর রস দিয়ে ফেশিয়াল করতে পারলে জেল্লা ফিরবে।

কমালেবুর রস যেমন শরীরের জন্য ভাল তেমনই ত্বকের জন্যেও উপকারী। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আর তাই নিয়মিত ভাবে এই কমলালেবুর রস দিয়ে ফেশিয়াল করতে পারলে জেল্লা ফিরবে।

6 / 8
টমেটোর মধ্যে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। রোজ টমেটো ভাল করে ধুয়ে নিয়ে মুখে লাগান। পোড়া ভাব, ট্যান দূর হবে ৭ দিনেই।

টমেটোর মধ্যে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। রোজ টমেটো ভাল করে ধুয়ে নিয়ে মুখে লাগান। পোড়া ভাব, ট্যান দূর হবে ৭ দিনেই।

7 / 8
বিটের রসের মধ্যে থাকে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। থাকে ভিটামিন, খনিজ। বিটের রস দিয়ে রোজ মুখ ধুলে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়। মুখের গ্লোয়িং ভাব বজায় থাকে।

বিটের রসের মধ্যে থাকে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। থাকে ভিটামিন, খনিজ। বিটের রস দিয়ে রোজ মুখ ধুলে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়। মুখের গ্লোয়িং ভাব বজায় থাকে।

8 / 8
বেদানার রসে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। গরমের দিনে  এই ফলের জুস দিয়ে ফেশিয়াল করলে গ্লো বাড়বেই

বেদানার রসে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। গরমের দিনে এই ফলের জুস দিয়ে ফেশিয়াল করলে গ্লো বাড়বেই

Next Photo Gallery