তবে এমন কখনও হয়েছে, স্টেশনের নাম দেখে হেসে কুটোপাটি খেয়েছেন! অদ্ভূত স্টেশনের নাম নিয়ে হাসিঠাট্টার মধ্যে চিন্তা করেন, এমন নাম হল কী করে?
এই স্টেশন পৌঁছালে সিঙ্গাপুরে চলে যাবেন, এমন ভাবাটা ভুল। ওড়িশার একটি স্টেশন। সাধারণত এই স্টেশনের উপর দিয়ে অধিকাংশ এক্সেপ্রেস ট্রেনগুলি চলাচল করে। কোবরা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হিরাকুন্দ এক্সপ্রেস, তিরুপতি-বিলাশপুর এক্সপ্রেস, টাটানগর-আলপ্পুজা স্লিপ এক্সপ্রেস, সমতা এক্সপ্রেস, পুরী-রায়াগাড়া এক্সপ্রেস প্রভূতি ট্রেনগুলি এই স্টেশনের উপর দিয়ে যায়।
নির্মল জেলার অন্তর্গত এই স্টেশনের নাম শুনে হাসি চেপে রাখতে পারেন না অনেকেই। এই এলাকায় প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি জনবসতি । রেকর্ড বলছে, এই স্টেশনের উপর দিয়ে মাত্র ৬টি ট্রেন পার হয়। পূর্ণা জংশন, মুদখেদ ও সাহিব নন্দেদ জংশনের কাছেই এই স্টেশনটি অবস্থিত।
স্টেশনের নাম দেখা মাত্রই মাথার মধ্যে প্রথম অ্যালকোহলের কথা আসে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার একটি জায়গার নাম। হাজারিবাগ রোড রেলওয়ে স্টেশনের কাছেই এই স্টেশন।
মানুষ কোথায় না কোথায় বসবাস করে! পনৌতি এই রাজ্যের একটি ছোট্ট জায়গার নাম। চিত্রকূট জেলার এই পঞ্চায়েত অধীনস্থ গ্রামের জনবসতি প্রায় ২১৯৭জন।
এটা কোনও গালাগালি বা বাজে কথা নয়। রাজ্যের গোনিকোপ্পাল এলাকার একটি ছোট্ট জায়গার নাম কুত্তা! মায়সুরু থেকে প্রায় ১০০ কিমি দূরে এই গ্রামের মনোরম পরিবেশের টানে প্রতি বছর পর্যটকের ভিড় হয়।
স্ত্রীদের জমি ভেবে থাকলে ভুল করবেন। হাদরাবাদের একটি ছোট গ্রাম । হায়দরাবাদ জংশের খুব কাছেই রয়েছে বিবিনগর স্টেশন।