Funny Indian station: এই স্টেশনগুলির নাম দেখে হাসিতে লুটিয়ে পড়বেন না প্লিজ!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 14, 2021 | 8:59 PM

দূরপাল্লার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা সকলেরই মোটামুটি রয়েছে। ট্রেন ভ্রমণের একটি আলাদা অনুভূতি কাজ করে। প্রচুর মানুষের কোলাহল, বিভিন্ন ধরনের খাবার, প্রতিটি রাজ্যের স্টেশনের নাম দেখতে যাওয়া- এই সবকিছুই নস্টালজিয়া।

1 / 7
তবে এমন কখনও হয়েছে, স্টেশনের নাম দেখে হেসে কুটোপাটি খেয়েছেন! অদ্ভূত স্টেশনের নাম নিয়ে হাসিঠাট্টার মধ্যে চিন্তা করেন, এমন নাম হল কী করে?

তবে এমন কখনও হয়েছে, স্টেশনের নাম দেখে হেসে কুটোপাটি খেয়েছেন! অদ্ভূত স্টেশনের নাম নিয়ে হাসিঠাট্টার মধ্যে চিন্তা করেন, এমন নাম হল কী করে?

2 / 7
এই স্টেশন পৌঁছালে সিঙ্গাপুরে চলে যাবেন, এমন ভাবাটা ভুল। ওড়িশার একটি স্টেশন। সাধারণত এই স্টেশনের উপর দিয়ে অধিকাংশ এক্সেপ্রেস ট্রেনগুলি চলাচল করে। কোবরা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হিরাকুন্দ এক্সপ্রেস, তিরুপতি-বিলাশপুর এক্সপ্রেস, টাটানগর-আলপ্পুজা স্লিপ এক্সপ্রেস, সমতা এক্সপ্রেস, পুরী-রায়াগাড়া এক্সপ্রেস প্রভূতি ট্রেনগুলি এই স্টেশনের উপর দিয়ে যায়।

এই স্টেশন পৌঁছালে সিঙ্গাপুরে চলে যাবেন, এমন ভাবাটা ভুল। ওড়িশার একটি স্টেশন। সাধারণত এই স্টেশনের উপর দিয়ে অধিকাংশ এক্সেপ্রেস ট্রেনগুলি চলাচল করে। কোবরা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হিরাকুন্দ এক্সপ্রেস, তিরুপতি-বিলাশপুর এক্সপ্রেস, টাটানগর-আলপ্পুজা স্লিপ এক্সপ্রেস, সমতা এক্সপ্রেস, পুরী-রায়াগাড়া এক্সপ্রেস প্রভূতি ট্রেনগুলি এই স্টেশনের উপর দিয়ে যায়।

3 / 7
নির্মল জেলার অন্তর্গত এই স্টেশনের নাম শুনে হাসি চেপে রাখতে পারেন না অনেকেই। এই এলাকায় প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি জনবসতি । রেকর্ড বলছে, এই স্টেশনের উপর দিয়ে মাত্র ৬টি ট্রেন পার হয়। পূর্ণা জংশন, মুদখেদ ও সাহিব নন্দেদ জংশনের কাছেই এই স্টেশনটি অবস্থিত।

নির্মল জেলার অন্তর্গত এই স্টেশনের নাম শুনে হাসি চেপে রাখতে পারেন না অনেকেই। এই এলাকায় প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি জনবসতি । রেকর্ড বলছে, এই স্টেশনের উপর দিয়ে মাত্র ৬টি ট্রেন পার হয়। পূর্ণা জংশন, মুদখেদ ও সাহিব নন্দেদ জংশনের কাছেই এই স্টেশনটি অবস্থিত।

4 / 7
স্টেশনের নাম দেখা মাত্রই মাথার মধ্যে প্রথম অ্যালকোহলের কথা আসে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার একটি জায়গার নাম। হাজারিবাগ রোড রেলওয়ে স্টেশনের কাছেই এই স্টেশন।

স্টেশনের নাম দেখা মাত্রই মাথার মধ্যে প্রথম অ্যালকোহলের কথা আসে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার একটি জায়গার নাম। হাজারিবাগ রোড রেলওয়ে স্টেশনের কাছেই এই স্টেশন।

5 / 7
মানুষ কোথায় না কোথায় বসবাস করে! পনৌতি এই রাজ্যের একটি ছোট্ট জায়গার নাম। চিত্রকূট জেলার এই পঞ্চায়েত অধীনস্থ গ্রামের জনবসতি প্রায় ২১৯৭জন।

মানুষ কোথায় না কোথায় বসবাস করে! পনৌতি এই রাজ্যের একটি ছোট্ট জায়গার নাম। চিত্রকূট জেলার এই পঞ্চায়েত অধীনস্থ গ্রামের জনবসতি প্রায় ২১৯৭জন।

6 / 7
এটা কোনও গালাগালি বা বাজে কথা নয়। রাজ্যের গোনিকোপ্পাল  এলাকার একটি ছোট্ট জায়গার নাম কুত্তা! মায়সুরু থেকে প্রায় ১০০ কিমি দূরে এই গ্রামের মনোরম পরিবেশের টানে প্রতি বছর পর্যটকের ভিড় হয়।

এটা কোনও গালাগালি বা বাজে কথা নয়। রাজ্যের গোনিকোপ্পাল এলাকার একটি ছোট্ট জায়গার নাম কুত্তা! মায়সুরু থেকে প্রায় ১০০ কিমি দূরে এই গ্রামের মনোরম পরিবেশের টানে প্রতি বছর পর্যটকের ভিড় হয়।

7 / 7
 স্ত্রীদের জমি ভেবে থাকলে ভুল করবেন। হাদরাবাদের একটি ছোট গ্রাম । হায়দরাবাদ জংশের খুব কাছেই রয়েছে বিবিনগর স্টেশন।

স্ত্রীদের জমি ভেবে থাকলে ভুল করবেন। হাদরাবাদের একটি ছোট গ্রাম । হায়দরাবাদ জংশের খুব কাছেই রয়েছে বিবিনগর স্টেশন।

Next Photo Gallery